আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে নামছে ভারত। এটিই সিরিজ়ের শেষ ম্যাচ। ৩-০ ফলে সিরিজ় জয়ের লক্ষ্যে নামবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে ম্যাচ অনুশীলনের এটিই শেষ সুযোগ।
আইএসএলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি মুম্বই ও গোয়া। এই ম্যাচে গোয়া হারলে শনিবারই লিগ-শিল্ড পেয়ে যেতে পারে মোহনবাগান। রয়েছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এক দিনের ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ম্যাচ।
রোহিতেরা ইংল্যান্ডকে ৩-০ হারাতে পারবেন? শেষ ম্যাচ
আজ ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ। এটিই সিরিজ়ের শেষ ম্যাচ। ৩-০ ফলে সিরিজ় জেতার সুযোগ ভারতের সামনে। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে ম্যাচ অনুশীলনের এটিই শেষ সুযোগ। ফলে প্রথম দু’টি ম্যাচে জিতে ভারত সিরিজ় পকেটে পুরে নিলেও এই ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস, স্পোর্টস ১৮ চ্যানেল এবং হটস্টার অ্যাপে।
আইএসএলে মুম্বই বনাম গোয়া, এই ম্যাচের পর বোঝা যাবে শনিতেই বাগান চ্যাম্পিয়ন কি না

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি মুম্বই ও গোয়া। এই ম্যাচে গোয়া হারলে শনিবারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মোহনবাগান। সে ক্ষেত্রে শনিবার কেরালা ব্লাস্টার্সকে হারালেই লিগ-শিল্ড জিতে নেবেন দিমিত্রি পেত্রাতোসেরা। তখন বাকি তিনটি ম্যাচের আর কোনও গুরুত্ব থাকবে না বাগানের কাছে। আজ মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
জমে গিয়েছে রঞ্জি, শেষ চারের লড়াইয়ে জম্মু ও কাশ্মীর, কেরল
রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে তিনটি ম্যাচ চার দিনেই শেষ হয়ে গিয়েছে। শেষ দিনে গড়িয়েছে শুধু জম্মু ও কাশ্মীর বনাম কেরল ম্যাচ। আজ শেষ দিনের খেলা। জেতার জন্য জম্মু ও কাশ্মীরের চাই ৮ উইকেট। কেরলকে করতে হবে আরও ২৯৯ রান। জমে গিয়েছে খেলা। বুধবার খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
ত্রিদেশীয় সিরিজ়ের ‘সেমিফাইনাল’, কিউয়িদের সামনে ফাইনালে কারা?
ত্রিদেশীয় সিরিজ়ে আজ ‘সেমিফাইনাল’। মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে। দু’টি দলই নিজেদের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে। শুক্রবার ফাইনালে কিউয়িদের সঙ্গে কারা খেলবে, জানা যাবে এই ম্যাচের পর। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতির শেষ সুযোগ, বিপক্ষে শ্রীলঙ্কা
ভারত এবং ইংল্যান্ডের মতো দ্বিপাক্ষিক সিরিজ়ে মুখোমুখি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজ়ে আজ প্রথম ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া এই দু’টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। খেলা শুরু সকাল ১০টা থেকে।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে চার ম্যাচ, রয়েছে বায়ার্ন, এসি মিলানের খেলা
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ চারটি ম্যাচ। প্রথমে রাত ১১:১৫ থেকে রয়েছে ক্লাব ব্রাগ-আটালান্টা ম্যাচ। এরপর রাত ১:৩০ থেকে লড়াই সেল্টিক-বায়ার্ন মিউনিখ, মোনাকো-বেনফিকা, ফেনর্ড-এসি মিলান। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।