Advertisement
২৬ এপ্রিল ২০২৪
AR Rahman

Tokyo 2020: ভারতের অলিম্পিয়ানদের জন্য গানে সুর দিলেন এ আর রহমান, গাইলেন অনন্যা বিড়লা

এই গানটি লিখেছেন নির্মিকা সিংহ, শিশির সামন্ত ও অনন্যা নিজে।

এ আর রহমান ও অনন্যা বিড়লা

এ আর রহমান ও অনন্যা বিড়লা টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ০০:১৯
Share: Save:

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ক্রীড়াবিদদের জন্য গান তৈরি হয়ে গেল। এই গানে সুর দিয়েছেন এ আর রহমান। গানের নাম ‘হিন্দুস্থানি ওয়ে’। রহমানের সুর দেওয়া এই গান গেয়েছেন অনন্যা বিড়লা। গানটি লিখেছেন নির্মিকা সিংহ, শিশির সামন্ত ও অনন্যা নিজে।

অলিম্পিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত রহমান বলেন, ‘‘এই গানটা শুনলে অলিম্পিকে অংশ নেওয়া সকল ক্রীড়াবিদ অনুপ্রাণিত হবেন। অনন্যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।’’

রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত অনন্যাও। তিনি বলেন, ‘‘রহমানকে আদর্শ করেই আমি বড় হয়েছি। ওঁর সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি।’’

এই গানের মিউজিক ভিডিয়োর নির্দেশনার দায়িত্বে রয়েছেন ড্যানি মালিক ও শান হাতরাঙ্গি। এই মিউজিক ভিডিয়োতে ১৯৯৬-এর আটলান্টা অলিম্পিক্স থেকে শুরু করে ২০১৬ সালের রিও অলিম্পিক্সের কিছু অংশ দেখানো হয়েছে।

২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। শেষ হবে ৮ অগস্ট। ভারত থেকে ১০০ জনের ওপর ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের অলিম্পিক্সে।

গানের পোস্টার

গানের পোস্টার টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ananya Birla Tokyo Olympics AR Rahman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE