উসেইন বোল্টের উত্তরাধিকারী এল ইটালি থেকে। রবিবার ১০০ মিটারের ফাইনাল জিতলেন ইটালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। ৯.৮০ সেকেন্ড সময় করলেন তিনি। তবে অক্ষত থাকল বোল্টের অলিম্পিক্স রেকর্ড।
বোল্ট যাঁর উপরে বাজি ধরেছিলেন, সেই ট্রেভন ব্রমেল ছিটকে গিয়েছিলেন সেমিফাইনালেই। বোল্টের এক সময়ের সতীর্থ এবং ১০০ মিটারে জামাইকার একমাত্র বাজি ইয়োহান ব্লেকও হিটে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালে উঠতে পারেননি। ১০০ মিটারের ফাইনালে তাই ছিল অক্ষত খেলোয়াড়দের ভিড়।
রবিবার শুরুতেই বাকিদের থেকে এগিয়ে গিয়েছিলেন আমেরিকার ফ্রেড কিরলি। কিন্তু ৫০ মিটারের মাথায় তাঁকে পেরিয়ে যেতে শুরু করেন জ্যাকবস। শেষমেশ তিনি দৌড়ও জিতে নেন। ৯.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো পেয়েছেন কিরলি। ৯.৮৯ মিনিটে শেষ করে ব্রোঞ্জ কানাডার আন্দ্রে ডে গ্রাসের। প্রত্যেকেই নিজেদের কেরিয়ারে সেরা সময় করেছেন।
Where are we ranking the #Tokyo2020 men's 100m final in the history books!? 📖 #UnitedByEmotion pic.twitter.com/8o5G1gP5AP
— #Tokyo2020 (@Tokyo2020) August 1, 2021
স্কোরবোর্ডের সামনে জ্যাকবস। ছবি রয়টার্স
সোনা তো দূরের কথা, ১০০ মিটারে এর আগে কোনওদিন পদকই জেতেনি ইটালি। আজ সেই দেশ থেকেই এল বিশ্বের দ্রুততম মানব। জ্যাকবসের কিছুক্ষণ আগেই হাইজাম্পে সোনা জিতেছেন ইটালির জিয়ানমার্কো তাম্বেরি। সোনা জেতার পর সবার আগে তাঁকে গিয়েই জড়িয়ে ধরেন জ্যাকবস।