টোকিয়ো অলিম্পিক্সে শুটিং থেকে একাধিক পদক আশা করা হয়েছিল। কিন্তু আবারও খালি হাতেই ফিরছে ভারত। ব্যর্থতার স্বাদ পেতেই শুরু হয়ে গিয়েছে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি।
পদকের প্রত্যাশার তালিকায় সবার উপরে ছিলেন মনু ভাকের। কিন্তু তিনটি ইভেন্টেই তিনি ব্যর্থ হয়েছেন। এরপরেই তাঁর সঙ্গে প্রাক্তন কোচ যশপাল রানার বিবাদের খবর সামনে এসেছে। এক ওয়েবসাইটে সেই বিবাদের সত্যতা স্বীকার করে নিয়েছেন মনু।
বলেছেন, “গত ৪-৫ মাস ধরে নেটমাধ্যমে নেই আমি। তাই বাইরে কী হচ্ছে সে ব্যাপারে কিছুই জানি না। তবে কোচের ব্যাপারে বলতে পারি, আমার জীবনে হঠাৎ করেই অনেক নেতিবাচক মানসিকতা তৈরি হয়েছে যার প্রভাব পড়ছে শুটিং, ব্যক্তিগত জীবন এবং পরিবারের উপরেও।”