Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Tokyo Olympics

Tokyo Olympics: আরও একটি ইভেন্ট থেকে সরলেন বাইলস, রইল বাকি এক

অলিম্পিক্সে আরও একটি ইভেন্ট থেকে সরে গেলেন সিমোনে বাইলস। এখনও একটি ইভেন্ট বাকি রয়েছে। সেটিতে নামবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন।

 সিমোনে বাইলস।

সিমোনে বাইলস। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১০:৩৮
Share: Save:

মানসিক অবসাদ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সিমোনে বাইলস। অলিম্পিক্সে আরও একটি ইভেন্ট থেকে সরে গেলেন সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। এখনও একটি ইভেন্ট বাকি রয়েছে বাইলসের। সেটিতে নামবেন কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবেন। অনেকেই ধরে নিয়েছেন, এই অলিম্পিক্সে আর দেখা যাবে না এই জিমন্যাস্টকে।

আমেরিকার জিমন্যাস্টিক্স সংস্থা এক বিবৃতিতে এই কথা জানিয়ে লিখেছে, ‘সিমোনে আমরা সবাই তোমার সঙ্গে আছি।’

মানসিক অবসাদের কারণে গত মঙ্গলবার দলগত ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইলস। তারপর ব্যক্তিগত বিভাগগুলি থেকেও একে একে সরে যান তিনি। আপাতত শুধু বিম বিভাগ বাকি রয়েছে। সেটি হবে মঙ্গলবার।

অলিম্পিক্সে ৪টি সোনা জেতা বাইলস এ বার সোনা জয়ের দিক দিয়ে সর্বকালের সেরা মহিলা অলিম্পিয়ান হওয়ার লক্ষ্যে নেমেছিলেন। কিন্তু শুরু হওয়ার আগে সব শেষ হয়ে গেল। গত মঙ্গলবার দলগত বিভাগে একটি ভল্ট দেওয়ার পরেই বসে পড়েন তিনি। তারপর থেকে আর ফ্লোরে দেখা যায়নি তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gymnastics Tokyo Olympics Simone Biles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE