Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

Tokyo Olympics: করোনা আতঙ্কের মাঝেই ঢাকে কাঠি পড়ল টোকিয়ো অলিম্পিক্সের

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২১ জুলাই ২০২১ ১০:২২


ছবি: টুইটার থেকে

করোনা আবহে টোকিয়ো অলিম্পিক্স যখন অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে, তখনই শুরু হয়ে গেল সফটবল প্রতিযোগিতা। জাপান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই ঢাকে কাঠি পড়ল অলিম্পিক্সের। মূল পর্বে যাওয়ার আগে কিছু ম্যাচ আগে থেকেই খেলা হয়ে থাকে। তেমনই কয়েকটি ম্যাচ শুরু হয়ে গেল বুধবার থেকে।

মঙ্গলবার অলিম্পিক্সের মুখ্য অধিকর্তা অনিশ্চয়তার কথা শুনিয়েছিলেন। বলেছিলেন, করোনা সংক্রমণ লাগামছাড়া হলে শেষ মুহূর্তেও বাতিল হয়ে যেতে পারে প্রতিযোগিতা। সেই আশঙ্কার মাঝেই শুরু হল সফটবল প্রতিযোগিতা।

জাপানের কাছে ৮-১ ব্যবধানে হেরে গেল অস্ট্রেলিয়া। ফুকুশিমায় লাস পর্বতের নীচে একটা বেসবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়। ২০১১ সালের সুনামি এবং তার আগে পারমাণবিক বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চল।

Advertisement

এখনও অবধি অলিম্পিক্সে ৬৭ জনের করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেশ কিছু খেলোয়াড়ও রয়েছেন। শনিবার আয়োজকদের তরফে জানানো হয় গেমস ভিলেজের মধ্যেও করোনা সংক্রমণ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা জৈব সুরক্ষা বলয় ভেঙে গিয়েছে।

আরও পড়ুন

Advertisement