Advertisement
০৭ মে ২০২৪
Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্সে সমস্যা বাড়ছে, দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার করোনা আক্রান্ত

দুই ফুটবলার জানায় তাদের জ্বর এসেছে। তাপমাত্রা খুব বেশি ছিল। তারপরেই তাদের কোভিডের ফল পজিটিভ আসে। দলের ভিডিয়ো বিশ্লেষকেরও করোনা।

দক্ষিণ আফ্রিকার অলিম্পিক্স ফুটবল দলের তিন জন করোনায় আক্রান্ত।

দক্ষিণ আফ্রিকার অলিম্পিক্স ফুটবল দলের তিন জন করোনায় আক্রান্ত। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৫৪
Share: Save:

প্রায় প্রতিদিন নিয়ম করে সংশয় বাড়ছে অলিম্পিক্স আয়োজন নিয়ে। একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ বার দক্ষিণ আফ্রিকার অলিম্পিক্স ফুটবল দলের তিন জন করোনায় আক্রান্ত। এঁদের মধ্যে দু’জন ফুটবলার।

দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুই ফুটবলার থাবিসো মোনিয়ান এবং কামোহেলো মাহলাতসি কোভিডে আক্রান্ত। এ ছাড়াও রয়েছেন ফুটবল দলের ভিডিয়ো বিশ্লেষক মারিয়ো মাসহা। এঁরা সবাই জাপানে পৌঁছে গিয়েছেন। গেমস ভিলেজেই রয়েছেন। আগামী বৃহস্পতিবার আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অলিম্পিক্সে ফুটবল অভিযান শুরু করছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন রবিবার এক বিবৃতি জারি করেছে। সেখানে দলের ম্যানেজার ম্যাক্সোনিসি সিবম বলেন, ‘‘আমাদের দলের তিনজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ। এদের মধ্যে দু’জন ফুটবলার রয়েছে। দুই ফুটবলারই জানায় তাদের জ্বর এসেছে। তাপমাত্রা খুব বেশি ছিল। তারপরেই তাদের কোভিডের ফল পজিটিভ আসে।’’

—ফাইল চিত্র

গোটা দলকে নিভৃতবাসে রাখা হয়েছে। এখন দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করতে পারবে না। রবিবারই প্রথম অনুশীলনে নামার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তাদের গ্রুপে জাপান ছাড়াও ফ্রান্স এবং মেক্সিকো রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south africa coronavirus Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE