Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Saikhom Mirabai Chanu

Tokyo Olympics:দেশে ফিরতেই চানুকে বার্তা বিরাটের, সঙ্গে বিশেষ আবেদনও

তবে চানুর সামনে এখনও সোনা জেতার সুযোগ আছে। ডোপ পরীক্ষার জন্য চিনের হাউ ঝিহুইকে টোকিয়ো ছাড়তে বারণ করা হয়েছে।

বিরাট ও চানু

বিরাট ও চানু টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২১:০৮
Share: Save:

গোটা দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতে সোমবার দেশে ফিরতেই তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলী। বিসিসিআই-এর তরফ থেকে একটি ভিডিয়ো দেওয়া হয় নেটমাধ্যমে।

সেই ভিডিয়োতে ভারত অধিনায়ক বলেন, ‘‘গোটা দেশের প্রত্যাশার চাপ কীভাবে নিজের কাঁধে নিতে হয়, তা দেখিয়েছ তুমি। শুধু সেই ভার বহন করাই নয়, সেখান থেকে জয়ও ছিনিয়ে এনেছ। এ জন্য অনেক শুভেচ্ছা।’’

এই অলিম্পিক্সে ভারতীয়দের খেলা দেখার অনুরোধও করেন বিরাট। ভারত অধিনায়কের এই বার্তা টুইটারে দ্রুত ভাইরাল হয়। বিরাটের পাশাপাশি বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড়, শুভমন গিলও।

তবে চানুর সামনে এখনও সোনা জেতার সুযোগ আছে। কারণ ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝি হুই। ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিয়ো ছাড়তে বারণ করা হয়েছে। তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হলে চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE