অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও ভারতের ঘরে পদক আসছেই। কারণ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভাবীনাবেন পটেল। এর ফলে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি।
বিশ্বের দুই নম্বরে থাকা সার্বিয়ার পেরিচ রাঙ্কোভিচকে মাত্র ১৮ মিনিটে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে চলে গেলেন তিনি। খেলার ফলাফল ১১-৫, ১১-৬, ১১-৭।
ম্যাচ জিতে ভাবীনাবেন বলেন, “আমাদের কোচ বিপক্ষের শরীর লক্ষ্য করে খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে খেলার জন্যই সাফল্য পেলাম। তাই বিশ্বের দুই নম্বরের বিরুদ্ধে খেলতে হলেও বাড়তি চাপ নিতে যাইনি। শুধু মন দিয়ে নিজের খেলাটা খেলে গিয়েছি।”
A stellar match @BhavinaPatel6!! 🤩 Not only have you made history by becoming 1st #IND woman to reach @Paralympics #TableTennis semifinal, you did this at your maiden Games defeating an experienced #Paralympics medalist & World no. 2!! Keep this momentum going 🎉🤩 #Praise4Para https://t.co/YlFVxQhSSw
— Paralympic India#Cheer4India 🏅 #Praise4Para (@ParalympicIndia) August 27, 2021
এর আগে ব্রাজিলের জয়েস ডি অলিভিয়েরাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট পাকা করেছিলেন। মাত্র ২৩ মিনিটের ম্যাচে স্ট্রেট গেমে দাপটের সঙ্গে জয় পেয়েছিলেন ভাবীনাবেন। খেলার ফলাফল ছিল ১২-১০, ১৩-১১, ১১-৬।