সোনা জিতলেন প্রমোদ ভগত। ছবি: টুইটার থেকে
টোকিয়ো প্যারালিম্পিক্সে চতুর্থ সোনা ভারতের। ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ ভগত। বাঁ পায়ে অসুবিধা নিয়েও সোনা জয় বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার। গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষ ড্যানিয়াল বেথেলকে ২১-১৪, ২১-১৭ গেমে হারিয়ে দিলেন তিনি।
পাঁচ বছর বয়স থেকে বাঁ পায়ে অসুবিধা শুরু হয় প্রমোদের। ১৩ বছর বয়সে ব্যাডমিন্টনের ম্যাচ দেখতে গিয়ে সেই খেলায় আকৃষ্ট হয়ে পড়েন তিনি। ১৫ বছর বয়সে সাধারণ খেলোয়াড়দের একটি প্রতিযোগিতায় অংশ নেন প্রমোদ। দর্শকদের চিৎকার উদ্বুদ্ধ করে তাঁকে। ব্যাডমিন্টন খেলাকেই জীবনের পেশা করেন তিনি।
প্রথম বার ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে প্যারালিম্পিক্সে। সে বারেই সোনা জিতে নিলেন ৩৩ বছরের প্রমোদ। এশিয়ান গেমস (প্যারা), বিশ্ব চ্যাম্পিয়নশিপের (প্যারা) পর এ বার প্যারালিম্পিক্সেও সোনা জয়।
A dominant #Gold medal for #IND 🔥 💪
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
World No. 1⃣ Pramod Bhagat overcomes a second set deficit to win 21-14, 21-17 against #GBR's Daniel Bethell in the #ParaBadminton Men's Singles SL3 Final!
India's 2nd 🥇medal of the day! 😍#Tokyo2020 #Paralympics @PramodBhagat83 pic.twitter.com/UnmkTecHrE
প্যারালিম্পিক্সে জয়ের পথে কোনও খুঁত রাখেননি প্রমোদ। গোটা প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। একটি ম্যাচেও হারেননি। প্রথম ম্যাচে মনোজ সরকারের কাছে ছাড়া কোনও গেমও হারেননি প্রমোদ। মনোজও শনিবার ব্রোঞ্জ জিতেছেন।
ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে ১৭। শনিবার চারটি পদক এসেছে। মণীশ নারওয়াল সোনা জিতেছেন শ্যুটিংয়ে। সেই বিভাগেই রুপো জিতেছেন সিংহরাজ আধানা। ব্যাডমিন্টনে প্রমোদের সোনা এবং মনোজের ব্রোঞ্জ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy