ব্যাডমিন্টনে তৃতীয় পদক। টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ১৮। পোলিয়োতে ডান পা হারানো সুহাস যথীরাজের হাত ধরেই রুপো জয় ভারতের। প্রথম বার প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে যুক্ত করা হল। সে বারেই এখনও অবধি তিনটি পদক জয় ভারতের।
ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ২১-১৫, ১৭-২১, ১৫-২১ ফলাফলে হেরে যান সুহাস। গ্রুপ পর্বেও লুকাসের কাছে হেরেছিলেন তিনি। রুপো জয়ের পথে মাত্র দুটো ম্যাচ হারেন সুহাস। দুটোতেই প্রতিপক্ষ ছিলেন লুকাস।
২০০৭ সালের আইএএস সুহাস এই মুহূর্তে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। ২০১৮ সালে জাতীয় স্তরে সোনা জেতেন সুহাস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি।
Tokyo Paralympics, Badminton Men's Singles SL4: Noida DM Suhas L Yathiraj loses to France's Lucas Mazur, bags silver pic.twitter.com/0ofGdDrzMd
— ANI (@ANI) September 5, 2021
আরও পড়ুন:
সুহাসের স্ত্রী ঋতু ২০১৯ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন। তাঁদের একটি পাঁচ বছরের মেয়ে এবং দুই বছরের ছেলেও রয়েছে।