Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অ্যারোজের বিরুদ্ধে খেলবেন টোনি

বার্সেলোনা যুব দলের প্রাক্তন ফুটবলার সপ্তাহ দু’য়েক ধরেই অনুশীলন করছেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত সই করতে পারছিলেন না।

প্রতীক্ষা: এ বার ম্যাচ খেলতে মরিয়া টোনি দোভাল। নিজস্ব চিত্র

প্রতীক্ষা: এ বার ম্যাচ খেলতে মরিয়া টোনি দোভাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০৪:১৮
Share: Save:

আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ম্যাচের চার দিন আগে স্বস্তি ইস্টবেঙ্গলে। অবশেষে সই করলেন নতুন বিদেশি আন্তোনিয়ো রদ্রিগেস দোভাল (টোনি)।

বার্সেলোনা যুব দলের প্রাক্তন ফুটবলার সপ্তাহ দু’য়েক ধরেই অনুশীলন করছেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত সই করতে পারছিলেন না। শুক্রবার বিকেলে আইএফএ দফতরে তিনি সই করেন। টোনি বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলকে ধন্যবাদ। সপ্তাহ দু’য়েক অনুশীলন করলেও ম্যাচ খেলিনি। তবে এখন আর সমস্যা নেই।’’ লাল-হলুদের নতুন বিদেশি আরও বলেন, ‘‘ডান ও বাঁ দুই প্রান্তেই আমি খেলতে পারি। দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলেছি। তবে ইস্টবেঙ্গলে কোথায় খেলব তা ঠিক করবেন কোচ। দলের প্রয়োজনে তিনি যেখানে বলবেন, আমি সেখানেই খেলার জন্য তৈরি।’’ এ দিকে, শুক্রবার ইস্টবেঙ্গল তাঁবুতে জোর গুঞ্জন, দলের সঙ্গে জড়িত এক প্রাক্তন ফুটবলারের সঙ্গে নাকি বর্তমান দলের ফুটবলারদের যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। যদিও ক্লাব ও বিনিয়োগকারী সংস্থা কোনও পক্ষই এই খবরের সত্যতা স্বীকার করেনি। প্রশ্ন উঠছে, একক ভাবে এই সিদ্ধান্ত কোনও পক্ষ নিতে পারে কি না। সংশ্লিষ্ট ফুটবলার বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও জড়িত নন। তা হলে তাঁর উপর এই নিষেধাজ্ঞা কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE