Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

ওজিলদের মুখোমুখি টটেনহ্যাম

জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড়দিন। টটেনহ্যামের থেকে মাত্র চার পয়েন্ট এগিয়ে থেকে আজ এভার্টনের গুডিসন পার্কে পরীক্ষা চেলসির। প্রিমিয়ার লিগে এভার্টন মানেই জায়ান্ট কিলার। যারা বড় দলগুলোকে হারাতে অভ্যস্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৩৭
Share: Save:

জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড়দিন।

টটেনহ্যামের থেকে মাত্র চার পয়েন্ট এগিয়ে থেকে আজ এভার্টনের গুডিসন পার্কে পরীক্ষা চেলসির। প্রিমিয়ার লিগে এভার্টন মানেই জায়ান্ট কিলার। যারা বড় দলগুলোকে হারাতে অভ্যস্ত।

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অবশ্য সতর্ক চেলসি কোচ আন্তোনিও কন্তে। ইতালীয় ম্যানেজার বলছেন, ‘‘মরসুমে যে সময় আমরা পৌঁছেছি কোনও ম্যাচই সহজ নয়। প্রতিটা ম্যাচেই জেতার চাপ থাকে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘খেতাব জেতার চাপটা শুধু আমাদের উপর নেই। টটেনহ্যামের উপরও আছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ল়ড়াই চালিয়ে যাব।’’

গত বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ১-০ হারিয়ে চেলসির উপর চাপ বজায় রেখেছে টটেনহ্যাম। কিন্তু রবিবার সামনে আর্সেনাল। যারা এফএ কাপ ফাইনালে উঠে নতুন প্রাণ ফিরে পেয়েছে। টটেনহ্যাম ম্যানেজার মরিসিও পোখেটিনো যদিও আত্মবিশ্বাসী মেজাজে। বলছেন, ‘‘আমি প্রিমিয়ার লিগ জিততে চাই। খেতাব জিততে না পারলে খুবই হতাশ লাগবে। চেলসিকে ছুঁতে টটেনহ্যাম তৈরি। লড়াই চালিয়ে যাব আমরা।’’

টটেনহ্যাম-আর্সেনাল ডার্বির আগে আলোচ্য বিষয় সেই আর্সেন ওয়েঙ্গার। ম্যাচের আগে এমিরেটস স্টেডিয়াম মুড়ে দেওয়া হয়েছে ‘‘ওয়েঙ্গার আউট’’ ব্যানার দিয়ে। আর্সেনাল ক্লাবের সামনেও ভক্তরা প্রতিবাদ জানাচ্ছেন। ওয়েঙ্গার অবশ্য বলছেন, ‘‘আমি তিন পয়েন্ট পাওয়ার আশা রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE