Advertisement
E-Paper

জিতলেন ঝুলনেরা

দুই রানে জয় দিয়ে ত্রিদলীয় মহিলা আইপিএলে অভিযান শুরু হল ঝুলন গোস্বামীদের ট্রাইব্লেজার্স দলের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০৩:৪০
ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

দুই রানে জয় দিয়ে ত্রিদলীয় মহিলা আইপিএলে অভিযান শুরু হল ঝুলন গোস্বামীদের ট্রাইব্লেজার্স দলের।

সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে তারা হারিয়েছে হরমনপ্রীত কৌরদের সুপারনোভাজ দলকে। আগে ব্যাট করে ট্রাইব্লেজার্স দল ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে। চলতি মরসুমে দারুণ ফর্মে থাকা স্মৃতি মন্ধানাই দলকে এগিয়ে নিয়ে যান। তিনি ৬৭ বলে ৯০ রান করেন। ইনিংসে ছিল দশটি বাউন্ডারি এবং তিনটি ছয়। এ ছাড়া হার্লিন দেওল ৪৪ বলে ৩৬ রান করেন।

পাল্টা রান তাড়া করতে নেমে ১২ ওভারে ৭৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সুপারনোভাজ দল। সেখান থেকে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৪ বলে অপরাজিত ৪৬) এবং সোফি ডেভিন (২২ বলে ৩২)। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। ঝুলনের ওভারে চারটি চার মেরেও শেষরক্ষা করতে পারেননি হরমনপ্রীত। ৬ উইকেটে ১৩৮ রান তোলে তারা। ঝুলন কোনও উইকেট পাননি। ম্যাচের সেরা মন্ধানা বলেছেন, ‘‘হরমনপ্রীত ভয় ধরিয়ে দিলেও আমরা লড়াই ছাড়িনি।’’

Women T20 Challenge 2019 Trailblazers Supernova Jhulan Goswami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy