অস্ট্রেলিয়া মানেই যেখানে বিতর্ক, সেখানে তাদের সাফল্যেও যে বিতর্কের ছোঁয়া থাকবে না, তাই কখনও হয়? ডারবানে স্টিভ স্মিথদের টেস্ট জয়ের আনন্দের মধ্যেও অবধারিত ভাবে জ্বলে উঠল বিতর্কের আগুন।
এ বি ডিভিলিয়ার্সের রান আউট নিয়ে বিতর্কের পরে এবার আরও মারাত্মক অভিযোগ। যাকে ডারবান-গেট বলা হলেও বোধহয় বাড়িয়ে বলা হবে না। ড্রেসিংরুমের দিকে যাওয়ার টানেলে ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি’ককের মধ্যে তুলকালাম বেধে যায় শনিবার। যার জেরে সমস্যায় পড়তে পারেন দুই তারকাই। ঘটনাটি যেমন খতিয়ে দেখছে আইসিসি, তেমনই দুই দেশের বোর্ডও জানিয়েছে, তারা সত্যিটা জানতে চায়। এমন অনভিপ্রেত ঘটনা যাতে ভবিষ্যতে ক্রিকেট দুনিয়ায় আর না ঘটে, তা সুনিশ্চিত করতে চান ক্রিকেটের প্রশাসকরা।
সোমবার টেস্টের শেষ দিনে মাত্র ১৮ মিনিট খেলা হয়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য একটাই উইকেট প্রয়োজন ছিল। কুইন্টন ডি’কক-কে এলবিডব্লিউ-য়ের ফাঁদে ফেলে সেই আকাঙ্খিত উইকেটটি নিয়ে নেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়া ১১৮ রানে প্রথম টেস্ট জেতে। কিন্তু খেলা শেষ হওয়ার পরেই আগুন জ্বলে ওঠে। চতুর্থ দিন চা বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় এই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এতটাই উত্তেজিত ছিলনে দু’জনে যে, একে অপরের পরিবার তুলে কথা বলতে শুরু করে দেন, যা প্রায় হাতাহাতির পর্যায়ে যাচ্ছিল। ঝামেলা থামাতে ওয়ার্নারকে জোর করে টেনে ধরে ড্রেসিংরুমে ফিরিয়ে নিয়ে যেতে দেখা যায় ক্যাপ্টেন স্টিভ স্মিথ, উসমান খোয়াজাদের।