ফকনার-কুল্টার নাইলদের তছনছ করে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারত। বা বলা যেতে পারে শেষ চারের টিকিট পাকা করেছেন বিরাট কোহলি। তাঁর অনবদ্য ইনিংসের পরে টুইটারে আছড়ে পড়ছে শুভেচ্ছে বার্তা। সেলিব্রিটি থেকে আমজনতা কে নেই সেই তালিকায়! এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু টুইট।
অমিতাভ বচ্চন: বিরাটটট!!!! তুমি সত্যিই জিনিয়াস।
সচিন তেন্ডুলকর: অসাধারণ জয়। বিরাট, তোমার লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাই।
লতা মঙ্গেশকর: বিরাটের আমি কী প্রশংসা করব! ওর নামই প্রশংসারই সমার্থক।
অরিজিত্ সিংহ: তুমি অসাধারণ। তুমি আমাদের হৃদয় জিতে নিয়েছো।
এ ছাড়াও রয়েছে মজাদারা কিছু টুইট। যেমন এক বিরাটভক্ত লিখেছেন, প্রত্যেক সফল মানুষের পিছনেই একজন হিংসুটে গার্লফ্রেন্ড রয়েছে যে এখন হাত কামড়াচ্ছে। আর এক জনের টুইট, ৪৪৬২১২ অস্ট্রেলিয়ার পিএনআর নম্বর। ফ্লাইট বুকিংয়ের জন্য এজেন্টরা যোগাযোগ করুন।