Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Gymnastics

কোচ বদল চেয়ে বিদ্রোহ, চিঠি দুই বঙ্গ কন্যার

কোচের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ ভারতীয় জিমন্যাস্টিক্সে।

দাবি: এই কোচকেই দোহায় চাইছেন বাংলার দুই জিমন্যাস্ট। নিজস্ব চিত্র

দাবি: এই কোচকেই দোহায় চাইছেন বাংলার দুই জিমন্যাস্ট। নিজস্ব চিত্র

রতন চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৩:৫৫
Share: Save:

কোচের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ ভারতীয় জিমন্যাস্টিক্সে।

দীর্ঘদিন যাঁর কাছে অনুশীলন করছেন, সেই প্রশিক্ষককে না পাঠিয়ে অন্য কোচকে নির্বাচিত করায় দোহায় আসন্ন বিশ্ব জিমন্যাস্টিক্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের দুই সেরা মেয়ে জিমন্যাস্ট—প্রণতি দাস ও পাপিয়া দাস। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও জিমন্যাস্টিক্স ফেডারেশনকে চিঠি পাঠিয়ে দুই জিমন্যাস্ট সোমবার জানিয়ে দিলেন, ‘‘দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য ট্রায়াল দিয়ে আমরা নির্বাচিত হয়েছি। কোচ হিসাবে আমাদের কোচ জয়প্রকাশ চক্রবর্তীকে না পাঠালে আমরা যাব না।’’ (চিঠির কপি আনন্দবাজারের কাছে আছে)।

বোধনের আগে যখন মণ্ডপে মণ্ডপে রণংদেহী মূর্তিতে হাজির মা দুর্গা, তখন জয়নগর ও জলপাইগুড়ির দুই বঙ্গ কন্যার এই প্রতিবাদপত্রে তোলপাড় শুরু হয়ে গিয়েছে দিল্লির সাইতে। ফেডারেশনের পাঠানো কোচের নাম রাতারাতি বদলে দেওয়ার জন্য যাঁর দিকে অভিযোগের আঙুল উঠেছে, সাইয়ের সেই প্রজেক্ট ডিরেক্টর রাজেন্দর পাঠানিয়া কোনও প্রশ্নেরই জবাব দিতে চাননি। তিন বার ফোন কেটে দেওয়ার পর শেষ পর্যন্ত তিনি বলে দেন, ‘‘কোনও সাংবাদিকদের সঙ্গে কথা বলব না।’’ রাজেন্দর আবার দোহাগামী এই দলের ‘হেড অব দ্য ডেলিগেশন’ হিসাবে নিজেকে নির্বাচিত করে নীচে নিজেই সই করেছেন অর্ডারে। (সেই চিঠিও আছে)। কোচ নিয়ে ডামাডোলে এখন যা পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত হয়তো দোহায় দলই যাবে না ভারতের। কারণ এখন আর নতুন কোচের নাম বদলের সময় নেই। দল শেষ পর্যন্ত না গেলে জরিমানা হতে পারে ভারতের।

২৫ অক্টোবর থেকে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স শুরু হবে দোহায়। দীপা কর্মকার ট্রায়াল দিতে নামেননি। দীপা ছাড়া দেশের বাকি সব সেরা জিমন্যাস্ট নেমেছিলেন দিল্লির ট্রায়ালে। চার জনের দলে দু’জন ছেলে এবং দু’জন মেয়ে নির্বাচিত হন। ছেলেদের বিভাগে নির্বাচিত হন আদিত্য সিংহ রানা ও গৌরব কুমার। মেয়েদের বিভাগে প্রণতি ও পাপিয়া। শিবিরে মেয়েদের কোচ হিসাবে ডাকা হয় জয়প্রকাশবাবুকে। কারণ দুই মেয়ে জিমন্যাস্টকেই দীর্ঘদিন কোচিং করিয়েছেন জয়প্রকাশ। তুলে এনেছেন একেবারে তৃণমূল স্তর থেকে। প্রণতিকে তেরো বছর ধরে কোচিং করাচ্ছেন তিনি। আর পাপিয়া ফ্লোরে বা বিমে শিক্ষা নিয়েছেন পাঁচ বছর। সাধারণত জিমন্যাস্টিক্সের প্রচলিত নিয়ম হল, যিনি ট্রায়ালে সেরা হন তাঁর কোচকেই কোচ করে পাঠানো হয় প্রতিযোগিতা। যেমন রিয়ো অলিম্পিক্সে দীপা কর্মকারের কোচ হয়ে গিয়েছিলেন বিশ্বেশ্বর নন্দী। এ বারের ট্রায়ালে এক নম্বর হয়েছিলেন জয়নগরের মেয়ে প্রণতি। ফলে জয়প্রকাশরেই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ-ই সাই থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়, জয়প্রকাশ নয়, দলের সঙ্গে যাবেন একাত্তর বছর বয়সি গুরদয়াল সিংহ বাওয়া। যাঁর এখন নড়তে চড়তেই সমস্যা হয়।

‘‘বাওয়াস্যর তো কোনও দিন আমাদের কোচিংই করাননি। জানেনই না আমাদের কার বোর্ড কীভাবে অ্যাডজাস্ট করতে হবে, কোন ইভেন্টে কার কী কী এলিমেন্ট আছে। তা হলে উনি গিয়ে করবেন কী?,’’ বলার সময় প্রণতির গলায় তীব্র ক্ষোভ। জাকার্তা এশিয়াড, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে নেমেছেন প্রণতি। দীপার পর ভারতীয় জিমন্যাস্টিক্সের অন্যতম উজ্জ্বল মেয়ে দিল্লি থেকে ফোনে বলছিলেন, ‘‘জিমন্যাস্টিক্সে কোচের ভূমিকা বিরাট। যে কোনও সাফল্যে আমাদের কোচের কৃতিত্ব থাকে পঞ্চাশ ভাগ। নিজস্ব কোচ না গেলে তো ফ্লোরে সব তালগোল পাকিয়ে যাবে। সে জন্যই আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি জয় স্যার না গেলে দোহায় যাব না। গিয়ে কী করব?’’

প্রণতির সঙ্গে একমত মেয়ে দলের আর এক সদস্য পাপিয়া দাশ। জলপাইগুড়ির মেয়ে। এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণের বাড়ির কাছাকাছি থাকেন। স্বপ্নার সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেক দিনের। ট্রায়ালে দ্বিতীয় হওয়ার পরে বিদেশে প্রস্তুতি নিতে যাবেন বলে অরুণা রেড্ডি সরে দাঁড়ানোয় কপাল খুলে যায় পাপিয়ার। জীবনে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে যতটা উচ্ছ্বসিত হয়েছিলেন, এখন ততটাই চিন্তিত এবং ক্ষুব্ধ। বলছিলেন, ‘‘জয় স্যর তো আমাদের সব কিছু জানেন। উনি না গেলে গিয়ে কী হবে? তাই যাব না বলে চিঠি দিয়েছি।’’

তাঁর দুই ছাত্রী প্রতিবাদী হওয়ায় আপ্লুত কোচ জয়প্রকাশ। ‘‘ওরা আমার দীর্ঘদিনের ছাত্রী। জীবনে প্রচুর সফল জিমন্যাস্ট তুলে এনেছি। আমাকে দিল্লিতে শিবিরে ডেকে এনে বাদ দিয়ে দেবে ভাবিইনি। ফেডারেশন থেকে তো আমাকে বলা হয়েছিল আমিই যাব।’’ বলছিলেন প্রণতি-পাপিয়ার কোচ। সঙ্গে যোগ দেন, ‘‘দল না গেলে সেটা বড় ক্ষতি। ছোট ছোট মেয়েরা বঞ্চিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gymnastics Coach Federation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE