Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

দল গড়তে নামল মহমেডান, ২ সার্বিয়ান ফুটবলারকে সই, যোগ দিতে পারেন বলবন্তও

২০১৫ সালে সার্বিয়ার হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছিলেন ইলিচ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৩ জুন ২০২১ ১৬:১৬
 নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচ

নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচ
টুইটার

নতুন মরসুমের দল গঠনের কাজ শুরু করে দিল মহমেডান স্পোর্টিং। দুই সার্বিয়ান ফুটবলার নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচকে সই করাল তারা। নিকালো মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবে খেলেন ইলিচ। রবিবার নেটমাধ্যমে এই দুই ফুটবলারের মহমেডানে যোগ দেওয়ার খবর জানানো হয়। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই সাদা কালো শিবিরে সই করতে পারেন গত মরসুমে ইস্টবেঙ্গলে খেলা বলবন্ত সিংহ।

২০১৫ সালে সার্বিয়ার হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছিলেন ইলিচ। স্পার্টাক সুবোটিকা, ওএফকে বাকা, রেড স্টার বেলগ্রেডের মত ক্লাবে খেলেছেন তিনি। অন্যদিকে নিকোলা গ্রিস ও বেলারুশের প্রথম ডিভিশন ক্লাবে খেলেছেন।

শনিবার দল গঠন নিয়ে ক্লাবে বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সংস্থার অন্যতম কর্ণধার দীপক কুমার সিংহ, ক্লাব কর্তা তাহ আহমেদ, দানিশ ইকবাল, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ,কামাররুদ্দিন, ইশতিয়াক আহমেদ রাজুরা। নতুন ফুটবলার তুলে আনার লক্ষ্যে সিকিমে ট্রায়াল নিতে পারে মহমেডান।

Advertisement

আরও পড়ুন

Advertisement