Advertisement
২৫ এপ্রিল ২০২৪
UEFA Champios League

Barcelona: মেসিহীন বার্সেলোনার বড় বিপর্যয়, জয় পেল গত বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী চেলসি

মঙ্গলবার রাতে দুই ডাচ স্ট্রাইকারকে সামনে রেখে খেলতে নেমেছিল বার্সা। মেমফিস দেপাই বা লুক ডি হঙের পক্ষে জার্মান রক্ষণ ভাঙা সম্ভব হয়নি।

০-৩ ব্যবধানে ঘরের মাঠে হারতে হল বার্সেলোনাকে।

০-৩ ব্যবধানে ঘরের মাঠে হারতে হল বার্সেলোনাকে। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১০:২১
Share: Save:

শুরু হল এ বারের চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। মঙ্গলবার রাতে প্রথম ম্যাচেই মুখোমুখি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাবের লড়াইয়ে ০-৩ ব্যবধানে ঘরের মাঠে হারতে হল বার্সেলোনাকে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে এ বার ট্রফি বাঁচানোর লড়াই শুরু করল চেলসি।

লিয়োনেল মেসির অভাব চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই টের পেল বার্সা। বায়ার্নের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না জেরার্ড পিকেরা। ঘরের মাঠে তিন গোল হজম করতে হল জার্মান ক্লাবের বিপক্ষে। মঙ্গলবার রাতে দুই ডাচ স্ট্রাইকারকে সামনে রেখে খেলতে নেমেছিল বার্সা। মেমফিস দেপাই বা লুক ডি হংয়ের পক্ষে জার্মান রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। গোটা ম্যাচে মাত্র পাঁচ বার বিপক্ষের গোল মুখে শট নিয়েছিল বার্সা। যার মধ্যে একটিও তিনকাঠির মধ্যে ছিল না।

৩৪ মিনিটের মাথায় প্রথম গোল পায় বায়ার্ন। থমাস মুলার এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ এক শূন্য এগিয়েই শেষ করে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবার্ট লেয়োনডস্কি। ৫৬ মিনিটে এবং ৮৫ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। তিন গোলে জিতলেও বায়ার্নকে ছন্দে দেখা যায়নি।

মরশুমের শুরুতে ছন্দে না থাকা দলের কাছেই তিন গোলে হার বার্সার। পরবর্তী সময়ে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে দলে একাধিক নতুন ফুটবলার। এখনও মাঠে নামেননি সের্খিয়ো আগুয়েরো। আগামী দিনে পাল্টে যাওয়ার সুযোগ পাবে বার্সেলোনাও।

অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। লুকাকুর গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে দেয় গত বারের চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো দল জুভেন্টাসও। মালমোর বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে তারা। আলেক্স সান্দ্রো, পাওলো দিবালা এবং আলভারো মোরাতা গোল করেন ইটালির ক্লাবের হয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE