Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

Team India captain: সৌরভ এবং ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে? বেছে নিলেন সহবাগ

সৌরভ তাঁকে টেস্ট ওপেনার হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন। কেরিয়ার পাল্টে গিয়েছিল সহবাগের। ধোনির নেতৃত্বে দুটো বিশ্বকাপ জয় করেন ভারতের প্রাক্তন ওপেনার।

সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি, এঁদের মধ্যে ভারতের সেরা অধিনায়ক কে?

সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি, এঁদের মধ্যে ভারতের সেরা অধিনায়ক কে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৫
Share: Save:

ভারতীয় দলের অন্যতম সেরা দুই অধিনায়কের মধ্যে সেরা বাছার কঠিন কাজটাই করলেন বীরেন্দ্র সহবাগসৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি, এঁদের মধ্যে ভারতের সেরা অধিনায়ক কে?

একজনের সময় ভারতীয় দল বিদেশের মাঠে সাফল্য পেয়েছে, অন্যজনের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছে। সৌরভ এবং ধোনির মধ্যে সেরা অধিনায়ক বেছে নিতে সমস্যা হওয়া স্বাভাবিক। তবে সহবাগ এমন একজন ক্রিকেটার যিনি দু’জনের নেতৃত্বেই খেলেছেন।

সৌরভ তাঁকে টেস্ট ওপেনার হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন। কেরিয়ার পাল্টে গিয়েছিল সহবাগের। ধোনির নেতৃত্বে দুটো বিশ্বকাপ জয় করেন ভারতের প্রাক্তন ওপেনার। কে সেরা অধিনায়ক বেছে নিতে বললে সহবাগ বলেন, “দু’জনেই দারুণ অধিনায়ক। তবে সেরা অধিনায়ক সৌরভই। ও দল তৈরি করেছে একদম শুরু থেকে। কিছু ছিল না দলের। সেই অবস্থায় দায়িত্ব নিয়ে নতুন প্রতিভাবান ক্রিকেটারদের এনে দল তৈরি করেছিল ও। বিদেশের মাঠে জিততে শিখিয়েছিল সৌরভ। একাধিক টেস্ট সিরিজ ড্র করেছি, ম্যাচ জিতেছি ওর নেতৃত্বে।”

সৌরভ যেমন নতুন দল তৈরি করেছিলেন, সহবাগের মতে ধোনি সেই দলটাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। সহবাগ বলেন, “ধোনি একটা তৈরি দল হাতে পেয়েছিল। নতুন দল গড়তে হয়নি। দু’জনেই দারুণ অধিনায়ক, তবে আমার মতে সৌরভই সেরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Virender Sehwag MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE