শুরু হল ইউরো কাপ। প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে সহজ জয় পেল ইটালি। ৩-০ গোলে জিতল তারা।
প্রথমার্ধ গোল শূন্য ভাবেই শেষ হয়। তুরস্কের বিরুদ্ধে গোল পাওয়ার জন্য ৫৩ মিনিট অবধি অপেক্ষা করতে হয় জরজিনহোদের। তুরস্কের মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইটালি। এর পরেই ভেঙে পড়ে তুরস্কের রক্ষণের। ৬৬ মিনিটে গোল করেন সিরো ইমমোবিল। স্কোর কার্ডে নাম তোলেন লরেঞ্জো ইনসিগ্নেও। প্রথমার্ধে খুব একটা আত্মবিশ্বাসী না দেখালেও দ্বিতীয়ার্ধে গোল পেতেই পাল্টে যায় ইটালির খেলা।
গোটা ম্যাচে আধিপত্য যদিও ইটালিরই ছিল। গোলে ২৪টা শট নিয়েছে তারা। অন্যদিকে তুরস্ক সেখানে মাত্র ৩টি। গ্রুপ এ-র ম্যাচে জয় দিয়েই ইউরো শুরু করল ইটালি। তাদের পরের ম্যাচ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। শনিবার যারা মুখোমুখি হবে ওয়েলসের বিরুদ্ধে।
— UEFA EURO 2020 (@EURO2020) June 11, 2021
Italy score THREE in a EURO game for the first time! ⚽️⚽️⚽️#ITA #EURO2020 pic.twitter.com/pCAxeFjnDo