Advertisement
১১ মে ২০২৪

বিরাটের ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচ নিয়ে ধোঁয়াশা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচের দলে কোহালিকে রাখা হলেও ওই সময় ইয়র্কশায়ারের বিরুদ্ধে তাঁর শেষ কাউন্টি ম্যাচ খেলার কথা।

লক্ষ্য: ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ‘এ’ দলের হয়ে নামতে পারেন কোহালি।

লক্ষ্য: ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ‘এ’ দলের হয়ে নামতে পারেন কোহালি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৪:০২
Share: Save:

বিরাট কোহালির ইংল্যান্ড সফরের প্রস্তুতির পরিকল্পনায় ফের পরিবর্তন হতে পারে। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে খেলবেন না কোহালি। ওই সময় তাঁর সারের হয়ে কাউন্টি খেলার কথা। প্রয়োজনে তাঁকে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচেও মাঠে নামতে দেখা যেতে পারে বলে জানাচ্ছে ভারতীয় বোর্ডের সূত্র।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচের দলে কোহালিকে রাখা হলেও ওই সময় ইয়র্কশায়ারের বিরুদ্ধে তাঁর শেষ কাউন্টি ম্যাচ খেলার কথা। তাই ভারতের টি-টোয়েন্টি দলে তাঁর নাম থাকায় বিভ্রান্তি ছড়িয়েছিল তাঁর সেই ম্যাচ খেলা নিয়ে। বৃহস্পতিবার আবার বোর্ডের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, কাউন্টির প্রথম দুই ম্যাচে তাঁর যথেষ্ট প্রস্তুতি হলে বিরাট শেষ কাউন্টি ম্যাচ না খেলে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে পারেন। তবে প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হলে বা সেই দু’টিতে তিনি ভাল প্রস্তুতি না নিতে পারলে শেষ ম্যাচটি খেলতে পারেন এবং সেই ম্যাচ শেষের দিনই পাঁচ ঘণ্টা সফর করে ডাবলিনে গিয়ে ভারতের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও নামতে পারেন। এমনকি, কোহালি যাতে খেলতে পারেন, সে জন্য ভারত ‘এ’-র চার দিনের ম্যাচটি পিছনোর অনুরোধও জানাতে পারে বোর্ড। এই ম্যাচ শুরু হওয়ার কথা ১৬ জুলাই। সে জন্য ১৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে-তে নাও খেলতে পারেন ভারত অধিনায়ক।

দেশে টেস্ট না খেলে কোহালির কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়ে অনেকে সমালোচনা করলেও ভারতীয় দলের প্রাক্তন কোচ কার্স্টেন কিন্তু কোহালিকে সমর্থন করছেন। তিনি এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বলেন, ‘‘যে কোনও ক্রিকেটারের কাছে প্রস্তুতিই আসল। ইংল্যান্ডে আগে থেকে গিয়ে খেললে ওর প্রস্তুতি খুবই ভাল হবে।’’

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহালিকে অনেক কাছ থেকে দেখছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে কার্স্টেন বলছেন, তাঁর উন্নতি ও শেখার খিদেই বোঝায়, বিরাট কোহালি কত বড় মাপের ক্রিকেটার। ভারতের ইংল্যান্ড সফরও বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন কার্স্টেন। বলেন, ‘‘হাড্ডাহাড্ডি লড়াই হবে এই সিরিজে। আমি মুখিয়ে আছি সিরিজটার জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE