Advertisement
E-Paper

বিপর্যস্ত

অক্টোবর ২০১০, ব্রিটিশ সংবাদপত্রের দাবি, তাদের পরিচয় গোপন করা রিপোর্টারের কাছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ভোট বিক্রি করতে চেয়েছেন দুই ফিফা কর্তা— তাহিতির রেনাল্ড তেমারি ও নাইজিরিয়ার আমোস আদামু। তাঁদের সঙ্গে আরও চার কর্তাকে সাময়িক সাসপেন্ড করে তদন্ত শুরু ফিফার।

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:৪৭

অক্টোবর ২০১০

ব্রিটিশ সংবাদপত্রের দাবি, তাদের পরিচয় গোপন করা রিপোর্টারের কাছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ভোট বিক্রি করতে চেয়েছেন দুই ফিফা কর্তা— তাহিতির রেনাল্ড তেমারি ও নাইজিরিয়ার আমোস আদামু। তাঁদের সঙ্গে আরও চার কর্তাকে সাময়িক সাসপেন্ড করে তদন্ত শুরু ফিফার।

ডিসেম্বর ২০১০
২০১৮ বিশ্বকাপ পেল রাশিয়া। প্রচণ্ড গরম নিয়ে ফিফার নিজস্ব টেকনিক্যাল কমিটির আপত্তি সত্ত্বেও ২০২২ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া হল কাতারকে।


মে ২০১১

এফএ চেয়ারম্যানের অভিযোগ, ২০১৮ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডকে ভোট দেওয়ার বিনিময়ে পাল্টা ‘উপহার’ চেয়েছেন চার ফিফা কর্তা। পরে নির্দোষ প্রমাণিত হন তাঁরা।

ফিফা কার্যকরী সমিতির কাতারের সদস্য মহম্মদ বিন হামাম ফিফা প্রেসিডেন্টের নির্বাচন থেকে নাম তুলে নেন। অভিযোগ ছিল, হামাম তাঁর নির্বাচনী প্রচারের জন্য ৪০ হাজার ডলার ঘুষ দিতে চেয়েছিলেন ক্যারিবিয়ান প্রতিনিধিদের। পরে সারা জীবনের জন্য ফুটবল থেকে নির্বাসিত করা হয় হামামকে।

মার্চ ২০১২

২০১৮ ও ২০২২ বিশ্বকাপ ‘বিড’ খতিয়ে দেখতে প্রাক্তন মার্কিন অ্যাটর্নি মাইকেল গার্সিয়ার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন ব্লাটারের।

নভেম্বর ২০১৪

প্রাক্তন ফিফা কর্তা চাক ব্লেজারকে নিয়ে জল্পনা, তিনি ফিফায় দুর্নীতির তদন্তে এফবিআইকে সাহায্য করছেন। গার্সিয়ার অভিযোগ, তাঁর তদন্তের রিপোর্ট সঠিক ভাবে দেখায়নি ফিফা। ফিফার দাবি, ব্যাপারটা এখানেই শেষ হয়ে গিয়েছে।

২৭ মে ২০১৫

জুরিখের হোটেল থেকে গ্রেফতার সাত ফিফা মহাকর্তা। তাঁদের বিরুদ্ধে দেড়শো মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ।

২৯ মে ২০১৫

ফিফা প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম বার নির্বাচিত সেপ ব্লাটার।

২ জুন ২০১৫

সতেরো বছর ফিফা প্রেসিডেন্ট থাকার পর ব্লাটারের নাটকীয় ঘোষণা, তিনি পদত্যাগ করছেন।

কঠিন সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত।

ও চলে গিয়েছে! আসুন সেলিব্রেট করি।

ব্লাটার একা দায়ী নন, আরও অনেককেই এই রাস্তায় হাঁটতে হবে।

মিশেল প্লাতিনি
(উয়েফা প্রেসিডেন্ট)

গ্রেগ ডাইক
(এফএ চেয়ারম্যান)

ভিনসেন্ট কোম্পানি
(ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক)

FIFA Sepp Blatter Football world cup south africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy