Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিশ্ব মিটে ১০০ মিটারের সোনা বোল্টের

চোটের জন্য ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকলেও ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন উসেইন বোল্ট। মরসুমের সেরা সময়ে বেজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকান স্পিন্টার। গত কয়েক দিন ধরেই সার্কিটে খুরপাক খাচ্ছিল প্রশ্নটা— ১০০ মিটারে কে সেরা স্পিন্টার? বোল্ট না মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন? রবিবার ট্র্যাকেই তার জবাব দিলেন বোল্ট। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড।

লক্ষ্যভেদ! সোনা জিতে বোল্টের তির। ছবি: রয়টার্স।

লক্ষ্যভেদ! সোনা জিতে বোল্টের তির। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ১৯:৪০
Share: Save:

চোটের জন্য ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকলেও ট্র্যাকে নেমেই বাজিমাত করলেন উসেইন বোল্ট। মরসুমের সেরা সময়ে বেজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকান স্পিন্টার। গত কয়েক দিন ধরেই সার্কিটে খুরপাক খাচ্ছিল প্রশ্নটা— ১০০ মিটারে কে সেরা স্পিন্টার? বোল্ট না মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন? রবিবার ট্র্যাকেই তার জবাব দিলেন বোল্ট। সময় নিলেন ৯.৭৯ সেকেন্ড।

সেমিফাইনালে ৯.৭৭ সেকেন্ড করলেও এ দিন গ্যাটলিনকে পিছনে ফেলে দেন ‘লাইটনিং বোল্ট’। এ নিয়ে বিশ্ব মিটে নিজের নবম সোনা জিতলেন তিনি। ৩৩ বছরের গ্যাটলিন এর আগে বেজিংয়ে ২৭ বার অপরাজিত থাকলেও এ দিন শেষ করলেন ৯.৮০ সেকেন্ডে দ্বিতীয় হিসাবে। ৯.৯১ সেকেন্ড করে যৌথ ভাবে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার ট্রেভন ব্রোমেল ও কানাডার আন্দ্রে দি গ্রাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Usain Bolt World Championships 2015 gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE