Advertisement
E-Paper

শতরানের পর অনুষ্কার উদ্দেশে কী করলেন বিরাট

ভিআইপি গ্যালারিতে বসেছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। দেখা গেল গোটা মাঠের সঙ্গে দাঁড়িয়ে উঠে তিনিও হাততালি দিচ্ছেন।কোহালি জামার ভিতর হাত ঢুকিয়ে বের করে আনলেন চেনের সঙ্গে থাকা আংটিকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ১৩:১৫
সেই মুহূর্ত। শতরানের পর আংটিকে চুম্বন বিরাটের। ছবি টুইটারের সৌজন্যে।

সেই মুহূর্ত। শতরানের পর আংটিকে চুম্বন বিরাটের। ছবি টুইটারের সৌজন্যে।

চার বছর আগের সফরে হয়েছিলেন চূড়ান্ত ব্যর্থ। দশ টেস্ট ইনিংসে করেছিলেন মোটে ১৩৪ রান। চার বছর পরে প্রথম টেস্ট ইনিংসেই বাজিমাত। থামলেন ১৪৯ রানে! বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য শতরানের পর বিরাট কোহালির সেলিব্রেশন সেজন্যই হয়ে উঠল স্পেশ্যাল।

ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ২৭৪। জবাবে একসময় ১০০ রানে ভারতের অর্ধেক দল ফিরে এসেছিল ড্রেসিং রুমে। ১৮২ রানে পড়েছিল আট উইকেট। নবম উইকেট পড়েছিল ২১৭ রানে। তখনও কোহালি দাঁড়িয়ে ৯৭ রানে। পরের ওভারে বেন স্টোকসকে পয়েন্টের পাশ দিয়ে লেট কাটে বাউন্ডারিতে পাঠিয়ে এল কেরিয়ারের ২২তম টেস্ট শতরান। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন বিরাট। যেন ছুঁতে চাইলেন আকাশকেই।

ভিআইপি গ্যালারিতে অন্যতম জাতীয় নির্বাচক শরণদীপ সিংয়ের পাশে বসেছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। দেখা গেল গোটা মাঠের সঙ্গে দাঁড়িয়ে উঠে তিনিও হাততালি দিচ্ছেন। ভারতীয় সাজঘরেও একই ছবি। কোহালি জামার ভিতর হাত ঢুকিয়ে বের করে আনলেন চেনের সঙ্গে থাকা আংটিকে। তাতে চুম্বন করলেন। তারপর স্ত্রীর উদ্দেশে দিলেন ‘ফ্লাইং কিস’। সেই ভিডিয়োই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট শেষ পর্যন্ত থামলেন ১৪৯ রানে। ভারতকে পৌঁছে দিলেন ২৭৪ রানে। ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানের দূরত্বে। দিনের শেষে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বললেন, “বিরাট অসাধারণ শৃঙ্খলার পরিচয় রেখেছে। একসময় আমরা মারাত্মক চাপে ছিলাম। কিন্তু ওঁর জন্যই ম্যাচে ফিরি। শেষের দিকের ব্যাটসম্যানদের দায়বদ্ধতার কথাও বলতে হবে।” কোহালি প্রায় পাঁচ ঘণ্টা ব্যাট করেছিলেন। খেলেন ২২৫ বল। মারেন ২২ চার ও একটি ছয়। আউট হয়ে বিরাট যখন ফিরছেন, তখনও হাততালি দিতে দেখা গেল অনুষ্কাকে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সচিনের এই রেকর্ড ভাঙলেন কোহালি

আরও পড়ুন: সানির মনঃসংযোগ কোহালির ব্যাটিংয়ে

Cricket Cricketer Indian Cricket Virat Kohli Anushka Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy