Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জাতীয় কুস্তিতে বিনেশ, ঋতুর সোনা

রেলের প্রতিনিধিত্ব করতে নেমে কমনওয়েলথ গেমসের সোনাজয়ী বিনেশ ৫৫ কেজি বিভাগে হারান হরিয়ানার মনীশাকে। ঋতু জেতেন ৫০ কেজি বিভাগে।

সফল: জাতীয় কুস্তিতে সোনাজয়ী বিনেশ ও ঋতু। ফাইল চিত্র

সফল: জাতীয় কুস্তিতে সোনাজয়ী বিনেশ ও ঋতু। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ০৩:৩৯
Share: Save:

মেয়েদের জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম দিনই সোনা জিতলেন বিনেশ এবং ঋতু ফোগত। বৃহস্পতিবার দুটি ওজন বিভাগে লড়াই হয়। দুটিতেই চ্যাম্পিয়ন হন ফোগত বোনেরা।

রেলের প্রতিনিধিত্ব করতে নেমে কমনওয়েলথ গেমসের সোনাজয়ী বিনেশ ৫৫ কেজি বিভাগে হারান হরিয়ানার মনীশাকে। ঋতু জেতেন ৫০ কেজি বিভাগে। তিনি হারান নির্মলাকে। মেয়েদের কুস্তির জাতীয় কোচ কুলদীপ মালিক জানিয়েছেন দুই ফোগত বোনই প্রতিদ্বন্দ্বীকে কোনও সুযোগ দেননি ম্যাটে। এ ছাড়া গ্রেকো রোমানে ৮২ কেজি বিভাগে সোনা জিতেছেন পঞ্জাবের হরপ্রীত সিংহ। তিনি হারান রেলের অমরনাথ যাদবকে।

আরও পড়ুন: বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হাফিজ

জুনিয়র অ্যাথলেটিক্সে রেকর্ড: ৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম দিন তিনটি রেকর্ড ভাঙল। বালিকাদের অনূর্ধ্ব-১৮ বিভাগে হরিয়ানার রুবিনা যাদব ১.৮১ মিটার উচ্চতা টপকে ভেঙে দেয় ২০১৩-এ স্বপ্না বর্মনের ১.৭১ মিটার উচ্চতা টপকানোর রেকর্ড। এ ছাড়া কেরলের গায়ত্রী শিবকুমারও স্বপ্নার রেকর্ড স্পর্শ করে ১.৭১ উচ্চতা টপকে। গায়ত্রী পায় রুপো। বালকদের অনূর্ধ্ব-১৪ বিভাগে লং জাম্পে বিহারের অবিনাশ কুমার সোনা জেতে ৬.৭৯ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। ২০০৮ সালে গড়া ওড়িশার সুনারাম মুর্মুর ৬.৬৩ মিটারের রেকর্ড ভেঙে দেয় অবিনাশ। তৃতীয় জাতীয় রেকর্ড বালিকাদের অনূর্ধ্ব ১৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে। হরিয়ানার জ্যোতির। ৪১.২৪ মিটার স্কোর করে। জ্যোতি ভেঙে দেয় তামিলনাড়ুর হেমামালিনির ৩৯.৬৯ মিটারের রেকর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE