ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জার বোন আনাম মির্জা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। এ মাসেই প্রাক্তন ভারত অধিয়ানক মহম্মদ আজারউদ্দিনের ছেলে আসাদের সঙ্গে বিয়ে হবে তাঁর। সেই বিয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে আনামের পরিবারে। মেহেন্দি অনুষ্ঠানের ছবি নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন সানিয়ার বোন। তার পরই হায়দরাবাদের হাই প্রোফাইল জুটির বিয়ে নিয়ে আগ্রহ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে নেটিজেনদের।
মঙ্গলবার এই মেহেন্দি অনুষ্ঠান হয়েছে হায়দরাবাদে। সেখানে আইশা রাওয়ের ডিজাইন করা রঙিন লেহঙ্গায় মোহময়ী দেখাচ্ছে আনামকে। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করে আনাম লিখেছেন, ‘মেহেন্দি ডে!’ পোস্ট করার পর সরেই ছবিতে ইতিমধ্যেই পড়েছে প্রায় ২৪ হাজার লাইক। নেটিজেনরা শুভেচ্ছাও জানিয়েছেন আনামকে।
বোনের মেহেন্দি অনুষ্ঠানে পরিবারের লোকজনের সঙ্গে ছবি শেয়ার করেছেন টেনিস সুন্দরী সানিয়াও। সেখানে ছেলেকে কোলে নিয়ে সানিয়াকে দেখা যাচ্ছে মা, বাবা ও বোনের সঙ্গে।
দেখুন আনাম ও সানিয়ের শেয়ার করা ছবিগুলি—
Mine ❤️ @anammirzaaa @nasimamirza @imranmirza58 @izhaan.mirzamalik
Mehendi night 💚❣️ #AbBasAnamHi @anammirzaaa
আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে আবেগপ্রবণ টুইট বিরাটের, ‘ভালবাসা’র টুইট অনুষ্কারও
আরও পড়ুন: কুল-চা জুটিকে টিম নিয়ে প্রশ্ন রোহিতের, পেলেন চমকে দেওয়া উত্তর