করোনাভাইরাসের অতিমারি বিশ্বে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। তার প্রভাব পড়ছে খেলার মাঠেও। দীর্ঘদিন খেলাধুলো বন্ধ থাকলেও এবার একটু একটু করে শুরু হয়েছে মাঠে যাতায়াত। ক্রিকেট, ফুটবলের মতো শুরু হয়েছে অন্যান্য খেলাও। জাপানে যেমন শুরু হয়েছে বেসবল প্রতিযোগিতা।
কিন্তু স্টেডিয়ামে খেলা হচ্ছে অথচ দর্শক থাকবে না, তা কী করে হয়! আবার করোনার সময় মাঠে দর্শক, সমর্থকদের নিয়ে আসাও সমস্যার। এই সমস্যার একটি হাই-টেক সমাধান খুঁজে বের করেছে জাপান। স্টেডিয়ামের মানুষ দর্শকদের বদলে রোবট নিয়ে এসেছে। তারা আবার জয়ের আনন্দে নাচতেও পারে, মিউজিকের তালে তালে।
এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামে দু’ সারি রোবট দাঁড়িয়ে আছে। পিছনের সারিতে মানুষের মতো দেখতে আর সামনের সারিতে কুকুরের আকারের রোবট গানের তালে তালে নাচছে।