Advertisement
১৮ জুন ২০২৪
Sports News

তিন ফর্ম্যাটেরই সেরা পাঁচে বিরাটের সঙ্গে উইলিয়ামসন

টি২০ র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন বিরাট কোহালি। টি২০তে সেরা ব্যাটসম্যান হিসেবে অনেক ধরেই শীর্ষে রয়েছেন। টেস্টেও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ওয়ান ডেতে দ্বিতীয় স্থানেই ছিলেন।

বিরাট কোহালি ও কেন উইলিয়ামসন। ছবি: এএফপি।

বিরাট কোহালি ও কেন উইলিয়ামসন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১৮:৪৭
Share: Save:

টি২০ র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন বিরাট কোহালি। টি২০তে সেরা ব্যাটসম্যান হিসেবে অনেক ধরেই শীর্ষে রয়েছেন। টেস্টেও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ওয়ান ডেতে দ্বিতীয় স্থানেই ছিলেন। এতদিন তিনিই ছিলেন একমাত্র ক্রিকেটার যে সব ফর্ম্যাটের ক্রিকেট র‌্যাঙ্কিংয়েই ছিলেন সেরা পাঁচের মধ্যে। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট ও টি২০তে তিনি রয়েছেন সেরা চারে। ওয়ান ডেতে রয়েছেন পাঁচে। টি২০ সেরা ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে তিনি ছাড়াও সেরা পাঁচে রয়েছেন আরও দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান। দুই ও তিনে রয়েছে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্স ওয়েল। বিরাট কোহালি ও কেন উইলিয়ামসন এমন দু’জন প্লেয়ার যাঁরা তিন ফর্ম্যাটের ক্রিকেটেই রয়েছেন সেরা পাঁচে। আর দু’জনেই একই সময়ে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ২০০৮এ মালয়েশিয়ায় জুনিয়র বিশ্বকাপে দু’জনেই দেশের অধিনায়কত্ব করেছিলেন।

টি২০ বোলিংয়ে সব থেকে চমক দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ারও পেয়েছেন কিছুদিন আগে। আর তার পরই ২০ থেকে সোজা ১০ ধাপ উঠে সেরা ১০এ জায়গা করে নিয়েছেন তিনি। টি২০তে এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ র‌্যাঙ্কিং প্লেয়ার। তিন ধাপ উঠে সাকিব আল হাসান রয়ছেন ১১ নম্বরে। বোলিংয়ে ভারতের জসপ্রীত বুমরাহ রয়েছে দু’নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ছ’য়ে। টি২০ টিম র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল নিউজিল্যান্ড। ভারত দু’য়ে। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা। ১০ নম্বরে থাকল বাংলাদেশ।

আরও খবর: ভারত-বাংলাদেশ টেস্ট হচ্ছে, বাকিটা রটনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Kane Williamson ICC Ranking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE