সাংবাদিক সম্মেলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।
ম্যাচের আগের দিন ডারবানের ভারতীয় সমর্থকদের আবদার মিটিয়েছিলেন রোহিত শর্মা। আর ম্যাচের পর দুরন্ত শতরান করে একই আবদার মেটালেন অধিনায়ক বিরাট কোহালি।
নিজের ৩৩তম ওয়ান ডে সেঞ্চুরিটি করে ডারবানের ভারতীয়দের মন জিতে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানে সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেও নিয়েছে ভারত। টেস্ট সিরিজ হারের পর এই জয়টা যে ভারতের কাছে কতটা দরকার ছিল সেটা তাঁদের থেকে ভাল আর কেউ জানেন না।ম্যাচ জেতার পর ডারবানের গ্যালারি ফেটে পড়ল ‘কোহালি... কোহালি’ হুঙ্কারে। একই গ্যালারিতে পাশাপাশি দেখা গেল দুই দেশের সমর্থকদের। ভারত অধিনায়ক যেমন ব্যাট হাতে তাঁর সেই সমর্থকদের হতাশ করেননি তেমনই খেলা শেষে অটোগ্রাফ দিতে পিছপা হননি।
গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের ব্যাটে অটোগ্রাফ দেন বিরাট। সেই ফাঁকেই অনেকেই মোবাইল ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেন বিরাট কোহালিকে। ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেন কোহালি। অজিঙ্ক রাহানের সঙ্গে তৃতীয় উইকেট পার্টনারশিপে আসে ১৮৯ রান। রাহানে খেলেন ৭৯ রানের ইনিংস। ২৭০ রান তাড়া করতে নেমে ৪.৩ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
আরও পড়ুন
কাপ দেখতে চাই ভারতের হাতে, বার্তা রোহিতের
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই ভারতের সব থেকে বড় পার্টনারশিপ। রান তাড়া করতে নেমে নিজের ২০তম সেঞ্চুরিটি করলেন বিরাট। মোট ১৮টি সেঞ্চুরি ভারতের জয় এনে দিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহালির এটাই প্রথম ওডিআই সেঞ্চুরি। ডারবানেও ভারতের এটা প্রথম ওডিআই জয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই ভারতের সব থেকে বড় পার্টনারশিপ। রান তাড়া করতে নেমে নিজের ২০তম সেঞ্চুরিটি করলেন বিরাট। মোট ১৮টি সেঞ্চুরি ভারতের জয় এনে দিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহালির এটাই প্রথম ওডিআই সেঞ্চুরি। ডারবানেও ভারতের এটা প্রথম ওডিআই জয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy