২৪ ঘণ্টা আগে তাঁর দেশেরই এক বিখ্যাত প্রাক্তনী দাবি করেছিলেন, চাপের মুখে সচিনের চেয়ে অনেকটাই এগিয়ে বিরাট কোহালি। ইমরান খানের সেই দাবির পরে এ বার বিরাটের ভূয়সী প্রশংসা করলেন পাক পেসার মহম্মদ আমের। ভারতের টেস্ট অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যান বললেন তিনি।
বেটিংয়ের দায়ে বহু দিন ক্রিকেটের বাইরে ছিলেন মহম্মদ আমের। পাকিস্তানের পরবর্তী ইংল্যান্ড সফরে দলে ডাক পেয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার আমের। প্রবল প্রতিপক্ষ দেশের টেস্ট অধিনায়ক সম্পর্কে তাঁর বক্তব্য, “বিরাট যে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান, তাতে কোনও সন্দেহই নেই। এশিয়া কাপে কী অসাধারণ ব্যাটটাই না করল বিরাট। যে পিচে প্রায় কেউই বেশি ক্ষণ টিকতে পারল না, সেখানে একাই দলকে জিতিয়ে এনেছে বিরাট। চাপের সময়ে যেন আরও খোলে ওর ব্যাটিং।”
নিজের কামব্যাক নিয়েও মুখ খুলেছেন বিতর্কিত এই পেসার। লর্ডসের মাঠেই সেই বিতর্কিত টেস্ট খেলেছিলেন আমের। বললেন, “পিছনের সেই কালো অধ্যায় আমি ভুলে গিয়েছি। আশা করি ইংল্যান্ডে একটা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারব আমরা।”
আরও পড়ুন:
সচিনের থেকে এগিয়ে বিরাট: ইমরান