নিউজিল্যান্ড সফর শেষে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে আজ দেশে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। দেশের এই তারকা জুটি সোমবার সকালে নামেন মুম্বই বিমানবন্দরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে উড়ে গিয়েছিলেন বিরাট। অনুষ্কা সিরিজের মাঝপথে উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। তারপর থেকেই ভারতীয় দলের সঙ্গে বিভিন্ন জায়গায় উড়ে গিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বিরাট ও অনুষ্কার ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে শেষ দু’টি ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন কোহালি। সেই সময়ও নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন এই দু’জন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জেরে একদিনের ক্রিকেটের ব্যাটিংয়ে নিজের এক নম্বর স্থানটি ধরে রেখেছেন ভারত অধিনায়ক।
মুম্বই বিমানবন্দরে নামার পর বিরাট-অনুষ্কা জুটির কিছু ছবি-
#viratkohli #anushkasharma back from the siccesfull tour.
আরও পড়ুন: দুরন্ত পারফরম্যান্সের জেরে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এলেন ধোনি
(খেলার জগতের বাছাই ঘটনা নিয়েবাংলায় খবরপেতে পড়ুন আমাদেরখেলাবিভাগ।)