Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India Vs New Zealand

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ, কেরিয়ারের সবচেয়ে খারাপ সফর কাটল বিরাট কোহালির

২০১৪ সালে ইংল্যান্ডে কোহালির পারফরম্যান্সও খারাপ ছিল। কিন্তু এত খারাপ নয়। সে বার বিলেতে তিন ফরম্যাট মিলিয়ে ২৫৪ রান করেছিলেন কোহালি। এ বার এল মাত্র ২১৮!

আবার ব্যর্থতা। রবিবার গ্র্য়ান্ডহোমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরছেন বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

আবার ব্যর্থতা। রবিবার গ্র্য়ান্ডহোমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরছেন বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৫:৫৩
Share: Save:

দুঃস্বপ্নের সফর। নিউজিল্যান্ড সফর ভারত অধিনায়ক বিরাট কোহালির কাছে এমনই হয়ে থাকল। তিন ফরম্যাট মিলিয়ে এত খারাপ পারফরম্যান্স এর আগে কোনও সফরে করেননি তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে এই সফরে ১১ ইনিংসে ২১৮ রান করেছেন কোহালি। তার মধ্যে হাফ-সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। যা এসেছে টি-টোয়েন্টি সিরিজে। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ডে কোহালির পারফরম্যান্সও খারাপ ছিল। কিন্তু এত খারাপ নয়। সে বার বিলেতে তিন ফরম্যাট মিলিয়ে ২৫৪ রান করেছিলেন কোহালি। এ বার এল মাত্র ২১৮!

আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির শেষ সেঞ্চুরি এসেছিল ইডেনে। গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শতরান পেয়েছিলেন তিনি। তার পর থেকে ২২ আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্কের রান পাননি তিনি। স্বয়ং কোহালি অবশ্য ক্রাইস্টচার্চ টেস্টের আগে ফর্মে না থাকার কথা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ঠিকঠাকই ব্যাটে-বলে করছেন তিনি।

আরও পড়ুন: ঈশান-আকাশের দাপটে রঞ্জি সেমিফাইনালে ১২২ রানেই শেষ লোকেশ রাহুলদের কর্নাটক​

আরও পড়ুন: শামিদের লড়াই, জাডেজার অনবদ্য ক্যাচ, বিরাটদের ব্যাটিং ব্যর্থতা... আর যা যা ঘটল ক্রাইস্টচার্চে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE