Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Washington Sundar

কোহলীকে কত বার আউট করেছেন, জানালেন ওয়াশিংটন সুন্দর

ম্যাচে হোক বা নেটে, বিরাট কোহলীকে বল করতে যে কোনও বোলারই ভয় পান।

কোহলী এবং ওয়াশিংটন।

কোহলী এবং ওয়াশিংটন। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ২১:৩২
Share: Save:

ম্যাচে হোক না নেটে, বিরাট কোহলীকে বল করতে যে কোনও বোলারই ভয় পান। কারণ, দু’জায়গাতেই কোহলীর দায়বদ্ধতা থাকে সমান। কোথাও এতটুকু ফাঁক রাখেন না ভারত অধিনায়ক।

ম্যাচে না হলেও তাঁকে অনেকবার অনুশীলনে বল করতে হয়েছে কোহলীর বিরুদ্ধে। তাই স্পষ্ট ভাষায় কোহলীকেই ‘ক্রিকেটের রাজা’ বলে দিলেন ওয়াশিংটন সুন্দর। বাকিদের থেকে কোহলী অনেকটাই এগিয়ে, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য ওয়াশিংটন। পাশাপাশি আরসিবি-র হয়েও নিয়মিত দেখা যায় তাঁকে। আইপিএল শেষ হওয়ার আগে পর্যন্ত ভাল ছন্দেই ছিলেন তিনি। এক ক্রিকেট ওয়েবসাইটের প্রশ্নোত্তর পর্বে ওয়াশিংটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অনুশীলনে কত বার কোহলীকে আউট করেছেন তিনি।

ওয়াশিংটন উত্তর দিয়েছেন, “খুব বেশি আউট করতে পারি না ওকে। কারণ ও ক্রিকেটের রাজা। প্রত্যেকটা সেশনে ওকে আউট করা সম্ভব নয়। হয়তো দুটো সেশনে এক বার ওকে আউট করলাম। তবে যখনই কোহলীকে আউট করি সেটা আমাকে আলাদা তৃপ্তি দেয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Virat Kohli IPL RCB Washington Sundar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE