সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে রেহাই পেল ভারত। বুধবার ক্যানবেরায় তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে জয়ের খাতা খুলল বিরাট-বাহিনী। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির মুকুটেও নতুন পালক যোগ হল বুধবার। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি।
বিরাট ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ১৭ বছরের পুরনো রেকর্ড। মাত্র ২৪২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন বিরাট, যা সচিনের চেয়ে ৫৮ ইনিংস কম। ১২ হাজার রানের গণ্ডি পেরোতে সচিনের লেগেছিল ৩০০ ইনিংস। সচিন ও বিরাটের সঙ্গেই ১২ হাজার রানের ক্লাবে রয়েছেন কুমার সঙ্গকারা (১৪,২৩৪), রিকি পন্টিং (১৩,৭০৪), সনৎ জয়সূর্য (১৩, ৪৩০) ও মাহেলা জয়বর্ধনে (১২,৭৫০)। কিন্তু আড়াইশোরও কম ইনিংসে ১২ হাজার রানে পৌঁছনোটা বিস্ময়কর রেকর্ড। অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবটের বল মিড-উইকেটে ঠেলে এক রান নিয়ে এই মাইলফলকে পৌঁছন বিরাট।
যদিও ভারত অধিনায়ক এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। বলেছেন, আগেই সিরিজ হেরে গেলেও তিনি চেয়েছিলেন, দল লড়াই দেখাক। শেষ ম্যাচে সেই লড়াই দেখিয়ে ম্যাচ জেতায় তিনি খুশি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিরাট বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় সব সময় হাড্ডাহাড্ডি ক্রিকেট খেলতে হয়। হৃদয় ও নিষ্ঠার সঙ্গে খেলতে হয় এখানে।’’ যোগ করেন, ‘‘সিরিজ হারলেও সমর্থকদের বোঝাতে চেয়েছি আমাদের মধ্যে জেতার তাগিদ রয়েছে। সেটাই আসল।’’ তৃতীয় ওয়ান ডে-তে চারটি বদল করে ভারতীয় দল। বিরাট বলে যান, এই পরিবর্তন দলের মধ্যে তরতাজা ভাব এনে দেয়। ‘‘এই ম্যাচটা জেতায় আমরা সবাই খুশি। আশা করব, বাকি সিরিজেও আমাদের খেলায় গতি এনে দেবে এই জয়।’’