Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Virat Kohli

Virat Kohli: শট নির্বাচনে ভুল না হলেই বড় রানে ফিরবেন কোহলী, মত গাওস্করের

ইংল্যান্ড সফরে শেষ পাঁচ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি রয়েছে বিরাটের। বারবার তিনি পরাস্ত হচ্ছেন আউটসুইংয়ে।

প্রতীক্ষা: বিরাটের ব্যাটে বড় রান দেখতে চান সমর্থকেরা।

প্রতীক্ষা: বিরাটের ব্যাটে বড় রান দেখতে চান সমর্থকেরা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৬:৪৫
Share: Save:

কিংবদন্তি সুনীল গাওস্কর মনে করেন, ভুল শট নির্বাচনের জন্যই বড় রান পাচ্ছেন না বিরাট কোহলী। এই ত্রুটি শুধরে নিতে পারলেই পুরনো মেজাজে দেখা যাবে ভারত অধিনায়ককে।

ইংল্যান্ড সফরে শেষ পাঁচ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি রয়েছে বিরাটের। বারবার তিনি পরাস্ত হচ্ছেন আউটসুইংয়ে। ভারতীয় অধিনায়কের জন্য গাওস্করের পরামর্শ, ‘‘শরীরের থেকে ব্যাট কতটা বাইরে! এটাই সমস্যায় ফেলছে ওকে। বলকে তাড়া করছে বিরাট, হাত শক্ত করে শট খেলতে যাচ্ছে। যা বিপদ ডেকে আনছে। ইংল্যান্ডে সব সময় বলকে নিজের কাছে আসতে দিতে হয়।’’ যোগ করেন, ‘‘ক্রিজ়ের বাইরে দাঁড়িয়ে কোহালি ব্যাট করতেই পারে। কিন্তু ওকে মাথায় রাখতে হবে শরীরের বাইরের বল যেন আর তাড়া করতে না যায়। শরীরের কাছ থেকে বল সুইং করে বাইরে যেতেই পারে। কিন্তু ও যেন সুইংয়ের সঙ্গে ব্যাট বাড়িয়ে না দেয়।’’

গাওস্কর চান, বিরাট যেন শট বাছাই নিয়ে আরও একটু চিন্তা করেন। বলেছেন, ‘‘খোলা মনে ব্যাট করুক ও। শট নির্বাচন ঠিক হয়ে গেলেই রান পেতে শুরু করবে। এখনও পর্যন্ত প্রায় ৮০০০ রান করে ফেলেছে কোহালি। তার মধ্যে শেষ ৬৫০০ রান এসেছে ক্রিজ়ের বাইরে দাঁড়িয়ে ব্যাট করেই। টেকনিকে কোনও পরিবর্তন করার প্রয়োজন নেই।’’

চেতেশ্বর পুজারাও যে একই সমস্যায় পড়েছেন, তা বলতেও দ্বিধা নেই সানির। তাঁর কথায়, ‘‘কোহালির মতো পুজারাও বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হচ্ছে। ওকে বুঝতে হবে পঞ্চম ও ষষ্ঠ স্টাম্পের বল তাড়া করার প্রয়োজন নেই। ও হয়তো ভাবছে মন্থর গতিতে খেলার জন্য বিতর্ক হচ্ছে, তাই দ্রুত রান করার চেষ্টা করি। কিন্তু দ্রুত রান করতে গিয়েই ভুল শট খেলে ফেলছে। তা করার কোনও প্রয়োজন নেই।’’

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন নিজের কলামে লিখেছেন, জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের সুইংয়ের সঙ্গে মোকাবিলা করার পথ খুঁজে পাচ্ছেন না বিরাটরা। হুসেন লিখেছেন, ‘‘বিরাট এমন সব বলে শট খেলতে যাচ্ছে যা ওর ছেড়ে দেওয়া উচিত। অ্যান্ডারসন ও রবিনসনের বলের লাইনই ধরতে পারছে না ও। ওদের সুইংয়ের সঙ্গে মোকাবিলার করার কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না।’’ যোগ করেছেন, ‘‘কোহালি ভাবছে একের পর এক আউটসুইং আসা মানে কি ইনসুইংয়ে পরাস্ত করার পরিকল্পনা রয়েছে? তাই হয়তো ইনসুইং ভেবেই ব্যাট বাড়িয়ে দিচ্ছে। বুঝতেই পারছে না কী করতে হবে। পুরো কৃতিত্বই দেওয়া উচিত অ্যান্ডারসন ও রবিনসনকে।’’

অন্য দিকে, প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ওভালে আর অশ্বিনকে খেলাবে ভারত। তাতে বিরাটের দল আরও শক্তিশালী হবে। ভনের কথায়, ‘‘অশ্বিন ভারতীয় দলে ফিরলে মনোবল বেড়ে যাবে ভারতের। ওভালেই হয়তো ওকে ফেরানো হবে। ইশান্ত শর্মার জায়গায় সুযোগ পেতে পারে অশ্বিন। কত রকম বৈচিত্র আছে ভারতীয় অফস্পিনারের হাতে। ওকে সামলানো সত্যি কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE