Advertisement
১৯ মে ২০২৪

টি-টোয়েন্টি দলে বিরাট থাকায় শুরু বিভ্রান্তি

সারের সঙ্গে চুক্তি অনুযায়ী বিরাটের শেষ কাউন্টি ম্যাচ খেলার কথা ২৫-২৮ জুন ইয়র্কশায়ারের বিরুদ্ধে। অথচ ডাবলিনে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ জুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ১৩:০৬
Share: Save:

জুনের শেষ সপ্তাহে আয়ারল্যান্ডে যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, সেই দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহালির নাম ঘোষণা করা হল মঙ্গলবার। কিন্তু নির্বাচকদের এই সিদ্ধান্তে বিভ্রান্তি ছড়ায় দেশের ক্রিকেট মহলে। কারণ, ওই সময়ে কোহালির কাউন্টি ক্রিকেট খেলার কথা। তা জেনেও কেন তাঁকে ওই দলে রাখা হল, এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি।

সারের সঙ্গে চুক্তি অনুযায়ী বিরাটের শেষ কাউন্টি ম্যাচ খেলার কথা ২৫-২৮ জুন ইয়র্কশায়ারের বিরুদ্ধে। অথচ ডাবলিনে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ জুন। এই নিয়ে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি শুধু বলেন, ‘‘নিশ্চিন্ত থাকুন, সব ঠিক আছে।’’ শোনা গিয়েছিল, বিরাটকে আয়ারল্যান্ডে খেলানোর জন্য তাঁর কাউন্টি চুক্তির মেয়াদ কমানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড। দেখার, সেটাই হতে চলেছে কি না।

এ দিকে, আইপিএলে ভাল পারফরম্যান্সের জন্য ফের ভারতীয় ওয়ান ডে দলের দরজা খুলে গেল অম্বাতি রায়ডুর। এই দলে ডাক পেলেন কে এল রাহুল ও সুরেশ রায়নাও। কিন্তু ফেরানো হল না মহম্মদ শামিকে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের দলে রয়েছেন তিনি। এই টেস্টে কোহালির পরিবর্তে অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন। কিন্তু দলে নেই রোহিত শর্মা।

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের দল: রাহানে (অধিনায়ক), ধওয়ন, মুরলী বিজয়, কে এল রাহুল, পূজারা, নায়ার, ঋদ্ধিমান, অশ্বিন, জাডেজা, কুলদীপ, উমেশ, শামি, হার্দিক, ইশান্ত, শার্দূল।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল: বিরাট কোহালি (অধিনায়ক), শিখর ধওয়ন, রোহিত শর্মা, কে এল রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দল: বিরাট কোহালি (অধিনায়ক), শিখর ধওয়ন, রোহিত শর্মা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli T20 squad County Cricket Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE