Advertisement
E-Paper

চমকে দিয়েছে মেয়েরা, বলছেন সহবাগ

ভারতের এই জয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ঝড়। ক্রিকেট ভক্তরা যেমন মুগ্ধ, তেমনই প্রাক্তন তারকারাও। প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ টুইট করেন, ‘ভারতের বোলারদের ঘূর্ণিতে উড়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটিং। রাজেশ্বরী গায়কোয়াড়ের অসাধারণ স্পেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০৪:৫২
বীরেন্দ্র সহবাগ। ছবি: সংগৃহীত

বীরেন্দ্র সহবাগ। ছবি: সংগৃহীত

ম্যাচটা ছিল মরণ-বাঁচন। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় ছিল অবধারিত। সেই ম্যাচ জিতে ভারত বিশ্বকাপ সেমিফাইনালে ওঠায় ক্রিকেটাররা যেমন খুশি, তেমনই খুশি ভারতীয় ক্রিকেট মহলও।

ভারতের এই জয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ঝড়। ক্রিকেট ভক্তরা যেমন মুগ্ধ, তেমনই প্রাক্তন তারকারাও। প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ টুইট করেন, ‘ভারতের বোলারদের ঘূর্ণিতে উড়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটিং। রাজেশ্বরী গায়কোয়াড়ের অসাধারণ স্পেল। মিতালি রাজ ও তার পুরো দলকেই অভিনন্দন।’

বীরেন্দ্র সহবাগ অবশ্য তাঁর টুইট-অভ্যাস বজায় রেখে কোনও মজাদার প্রতিক্রিয়া জানাননি। সোজা ভাষায় লিখেছেন, ‘অভিনন্দন ভারতের মেয়েরা। চমকে দেওয়া জয়ে সেমিফাইনালে ওঠার জন্য। মিতালি, বেদা ও রাজেশ্বরীর প্রশংসা করতেই হবে।’ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর টুইট করে সেমিফাইনালের শুভেচ্ছা জানিয়ে রাখেন মিতালিদের। লেখেন, ‘অভিনন্দন। সেমিফাইনালের জন্য শুভেচ্ছা রইল। আমাদের সবার সমর্থন রয়েছে তোমাদের জন্য।’

ভারতীয় দলের তারকা স্পিনার আর অশ্বিন লেখেন, ‘ভারত ম্যাচটা আজ জেতার জন্যই নেমেছিল। ক্লিনিক্যাল পারফরম্যান্স। এগিয়ে যাও মেয়েরা।’ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও পিছিয়ে থাকেননি। তিনি টুইট করেন, ‘আমাদের মেয়েদের দলের সাফল্যে গর্ব হচ্ছে। সব বিভাগেই সেরা খেলা। সেমিফাইনালের জন্য গুড লাক।’ বাংলার রঞ্জি অধিনায়ক মনোজ তিওয়ারিও শনিবার মিতালিদের ম্যাচ দেখার পর সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীদের পুরো দলের ছবি পোস্ট করে লেখেন, ‘মিতালিদের পারফরম্যান্স মনে রাখার মতো। সেঞ্চুরির জন্য মিতালিকে অভিনন্দন।’ হরভজন সিংহ-র মন্তব্য, ‘কী অসাধারণ ভাবে শেষ চারে উঠল ভারতের মেয়েরা। ঝড়ের মতো সেমিফাইনালে উঠল ওরা।’

Cricket Women's Cricket World Cup Virender Sehwag বীরেন্দ্র সহবাগ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy