দেখতে দেখতে জীবনের ৩৬টি বসন্ত কাটিয়ে ফেললেন ভারতীয় দলের অন্যতম স্পিনার হরভজন সিংহ। নিজের ৩৭ তম জন্মদিনে ভাজ্জিকে শুভেচ্ছা জানান এক সময়ের সতীর্থ বীরেন্দ্র সহবাগ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দলের ব্যাটসম্যানদের দুষলেন বাঙ্গার
এ দিন হরভজনকে শুভেচ্ছা জানিয়ে করা টুইটে হরভজনের জীবনের একটি গোপন কথা তুলে ধরেন বীরু। ভাজ্জির সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে বীরু লেখেন, “পরিবারকে আর্থিক সাহায্য করতে কানাডায় গিয়ে ট্রাক ড্রাইভার হওয়ার ভাবনা থেকে ভারতের অন্যতম সেরা স্পিনার হয়ে ওঠা, একটা অসাধারণ জার্নি।”
' _ &
Hpy B'day @harbhajan_singh
— Virender Sehwag (@virendersehwag) July 3, 2017
Frm thinking of going to Canada & bcum a truck driver to support family,to bcmng 1 of d best bowlers,grt journey pic.twitter.com/o12qAeQmc4
বীরু ছাড়াও টুইটারে এ দিন ভাজ্জিকে শুভেচ্ছা জানান তাঁর স্ত্রী গীতা বসরা এবং শিখর ধবণ।
অন্য দিকে, বিশ্বের অন্যতম সেরা অফস্পিনারের জন্মদিনে, তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাও। শুভেচ্ছা বার্তা আসে বিসিসিআইয়ের পক্ষ থেকেও।