বীরেন্দ্র সহবাগকে টেস্টে ওপেনার বানিয়ে দেওয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটের অন্যতম সেরা পালক। এই সিদ্ধান্ত যুগান্তকারী হয়ে উঠেছিল। সহবাগ হয়ে ওঠেন সর্বকালের সেরা আক্রমণাত্মক ওপেনারদের একজন।
১৯৯৯ সালের এপ্রিলে অজয় জাডেজার নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সহবাগের। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু ভারতের টেস্ট দলে সহবাগের জন্য কোনও জায়গা ফাঁকা ছিল না। এই কারণেই টেস্টে ওপেন করতে বীরুকে রাজি করিয়েছিলেন সৌরভ।
কী ভাবে অধিনায়কের কথায় রাজি হলেন ‘নজফগড়ের নবাব’, সেটাই সম্প্রতি জানিয়েছেন তিনি। এক কলামে বীরেন্দ্র সহবাগ লিখেছেন, ‘প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হই। মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে কী করে ওপেনার হয়ে গেলাম, জানতে চাওয়া হয়। টপ অর্ডারে আমার নামার নেপথ্যে বিশাল ভূমিকা রয়েছে দাদার। আমাকে একদিন ওপেন করতে বলেছিল দাদা। তখন থেকেই এর সূত্রপাত। আমি পাল্টা বলেছিলাম, তুমি কেন ওপেন করছ না? তুমি তো ওপেন করো, এমনকি সচিনও ওপেন করে।’