Advertisement
০৩ মে ২০২৪

বার্সেলোনাকে এ বার ধুয়ে দেব, ক্লাসিকোর আগে হুমকি দিচ্ছে মাদ্রিদ

এল ক্লাসিকোর বাকি আর মাত্র ছ’দিন। আগামী শনিবার লা লিগায় ফের মেসি বনাম রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতার আর এক অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছে ফুটলবিশ্ব। মাঠের বাইরের ক্লাসিকো কিন্তু শুরু হয়েই গেল।

জোড়া গোলের ম্যাচে বৃষ্টির সঙ্গেও লড়লেন রোনাল্ডো।

জোড়া গোলের ম্যাচে বৃষ্টির সঙ্গেও লড়লেন রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৪:১৩
Share: Save:

এল ক্লাসিকোর বাকি আর মাত্র ছ’দিন। আগামী শনিবার লা লিগায় ফের মেসি বনাম রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতার আর এক অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছে ফুটলবিশ্ব।

মাঠের বাইরের ক্লাসিকো কিন্তু শুরু হয়েই গেল।

এল ক্লাসিকোর আগে এখন থেকেই ফুটছে শহর মাদ্রিদ। স্পেন বনাম কাতালান যুদ্ধের আগে তাই তো আগেভাগেই মেসিদের সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’। যাদের প্রচ্ছদেই আঁচ পাওয়া যাচ্ছে ন্যু কাম্প মহারণের আগে তৈরি রিয়াল।

কী সেই প্রচ্ছদ? বৃষ্টিভেজা রাতে আঁটসাঁট স্পোর্টিং গিজনের বিরুদ্ধে ২-১ জেতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। এ বার রিয়ালের নিশানায় এমএসএন। গিজনকে হারিয়ে রিয়াল মাদ্রিদের অদৃশ্য রিংটোন যেন— আমরা বৃষ্টিতে ভিজেছি। বার্সেলানাকেও এ বার ধুয়ে দেব।

শুধু মার্কা নয়। মাদ্রিদের বাকি নামী দৈনিকগুলো বার্সাকে মনে করিয়ে দিতে চাইছে, ক্লাসিকোর আগেও তাদের আর এক পরীক্ষা আছে। যা কোনও অংশেই সহজ নয়। রবিবার রাতে রিয়েল সোসিয়েদাদের ঘরের মাঠ আনোইতায় নামছে বার্সা। যে মাঠে গত ন’বছরে কোনও জয় পায়নি তারা। শেষ লা লিগা ম্যাচে আবার মালাগার বিরুদ্ধে ০-০ ড্র করে বসে আছে বার্সা। অর্থাৎ সোসিয়েদাদের মাঠ থেকে তিন পয়েন্ট না তুলতে পারলে সমস্যায় পড়বে বার্সা।

রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে খেলতে সান সেবাস্তিয়ান পৌঁছলেন মেসি।

কিন্তু মাদ্রিদ দৈনিকের শিরোনাম নিয়ে চিন্তিত নন লুইস এনরিকে। বার্সার স্প্যানিশ কোচের মতে, ইতিহাসের কোনও গুরুত্ব নেই। দিনের দিনে ভাল খেললেই জয় তুলে আনা যাবে। ‘‘আগে কী হয়েছে সেটা নিয়ে কোনও মাথাব্যথা নেই। হ্যাঁ, রিয়েল সোসিয়েদাদের ঘরের মাঠ মানে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আগে যা হয়েছে, হয়েছে। সেটা ভেবে বসে থাকলে হবে না,’’ বলছেন এনরিকে। মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও এনরিকে বলছেন, ‘‘আমার ইচ্ছা মেসি গোটা কেরিয়ার এখানে থাকুক। ও বিশ্বের সেরা প্লেয়ার।’’

বার্সা জুড়ে যখন টেনশনের চোরাস্রোত, রিয়াল কিন্তু আত্মবিশ্বাসী। গিজনের বিরুদ্ধে জয়ও যেমন তুলেছে। আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও গোলের মেজাজে ফিরেছেন। তাই তো রিয়াল কোচ জিনেদিন জিদান আগেভাগেই সতর্ক করছেন বার্সাকে। জানিয়ে দিচ্ছেন, তাঁর দলের মহাতারকা তৈরি ন্যু কাম্প থেকে তিন পয়েন্ট তুলে আনতে। ‘‘ক্রিশ্চিয়ানো তো এ রকমই। যে কোনও সময় গোল করতে পারে। ও গোল না করলে সবাই ভাবে রোনাল্ডো ভাল খেলতে পারেনি। কিন্তু ও আবার সেরা ফর্মে ফিরেছে।’’

জোড়া গোল করে আবার এই বছর রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৫১। যিনি আবার নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন, ‘‘জোড়া গোল। শীর্ষে। দারুণ।’’

মার্কার সেই প্রচ্ছদ।

তবে রোনাল্ডোর প্রশংসা করলেও দলের পারফরম্যান্সে মোটেও খুশি নন রিয়ালের ফরাসি কোচ। জিনেদিন জিদানের দল কোনওমতে লিড ধরে রাখে। গিজন পেনাল্টি নষ্ট না করলে হয়তো ম্যাচ ড্রও হতে পারত। ক্লাসিকোর আগে তাই জিদান বলেছেন, ‘‘খুব কঠিন একটা ম্যাচ ছিল। আমাদের আসল লক্ষ্য ছিল তিন পয়েন্ট। দুটো গোল করেও আমরা সুযোগ দিয়েছি বিপক্ষকে। বিরতির পরে রিয়াল আরও গোল করতে পারত। কিন্তু গিজন বেশি আক্রমণ করছিল। তাই আমাদের পরের ম্যাচগুলোয় আরও উন্নতি করতে হবে।’’

ছবি: টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldo Real Madrid Barcelona El Clasico
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE