Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আমরাই সেরা, বলে দিচ্ছেন রোনাল্ডো

শনিবার য়ুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তার আগে রোনাল্ডো বুঝিয়ে দিচ্ছেন, তাঁর কাছে ফেভারিট কারা। ‘‘বিনয় ভাল, কিন্তু অতিরিক্ত বিনয় ভাল নয়,’’ এক প্রশ্নের জবাবে বলেছেন সি আর সেভেন, ‘‘আমাদের নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখাতে হবে।

খুনসুটি: চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির ফাঁকে মডরিচকে নিয়ে মজা করছেন গ্যারেথ বেল এবং রোনাল্ডো। ছবি: রয়টার্স।

খুনসুটি: চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির ফাঁকে মডরিচকে নিয়ে মজা করছেন গ্যারেথ বেল এবং রোনাল্ডো। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ০৩:৪৩
Share: Save:

কয়েক দিনের ছুটি কাটিয়ে প্র্যাকটিসে নেমে রীতিমতো ফুরফুরে মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে মেজাজ ধরা পড়ল রিয়াল মাদ্রিদের মিডিয়া সেশনেও।

শনিবার য়ুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তার আগে রোনাল্ডো বুঝিয়ে দিচ্ছেন, তাঁর কাছে ফেভারিট কারা। ‘‘বিনয় ভাল, কিন্তু অতিরিক্ত বিনয় ভাল নয়,’’ এক প্রশ্নের জবাবে বলেছেন সি আর সেভেন, ‘‘আমাদের নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখাতে হবে। বোঝাতে হবে, কারা ভাল দল। বোঝাতে হবে, তোমাদের চেয়ে আমরা অনেক এগিয়ে।’’

বিনয়ী বলে অবশ্য কোনওকালেই সুনাম নেই রোনাল্ডোর। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আগে তিনি যেন আরও আগ্রাসী, আরও খোলামেলা। প্র্যাকটিসেও মেজাজেই ছিলেন তিনি। প্র্যাকটিসে রিয়ালের ফুটবলারদের হেড টেনিস খেলতে দেখা যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনাল্ডো বলেন, ‘‘দারুণ চনমনে লাগছে। মনে হচ্ছে, শারীরিক ভাবে একেবারে সেরা জায়গায় আছি।’’ যার জন্য কোচ, ট্রেনারদের কৃতিত্ব দিচ্ছেন তিনি। বলছেন, ‘‘আমাদের দলের ফুটবলারদের মধ্যে আমিই হয়তো সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। কিন্তু দেখা যাচ্ছে, সেই সংখ্যাটা এমন কিছু বেশি নয়। এর জন্য আমি জিদান আর আমাদের ট্রেনারদের কৃতিত্ব দেব। ওরাই পুরো মরসুম ধরে ঠিক মতো আমাকে কাজে লাগিয়েছে।’’

তাঁকে ঘিরে সব সময়ই প্রত্যাশার বিশাল চাপ। কী ভাবে সামলান এ সব? রোনাল্ডোর জবাব, ‘‘এ সব নিয়ে বেশি ভাবলেই সমস্যা দেখা দেয়। আমি চেষ্টা করি টেনশন না করতে। নিজের লোকেদের সঙ্গে থাকতে। আর সম্ভব হলে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে রাখতে।’’

আর দিন চারেক বাদেই ক্লাব সেরা হওয়ার যুদ্ধ। কী রকম ফাইনাল চান রোনাল্ডো? সি আর সেভেনের কথায়, ‘‘আমি ফাইনালে গোল করতে চাই। ফাইনালে কোনও দুঃখ পেতে চাই না। আমাদের টিম খুব ভাল জায়গায় আছে। ছন্দে আছে। ফাইনালে আমরা সেই ছন্দটা ধরে রাখতে চাই।’’

রোনাল্ডো মনে করেন, লা লিগা জেতা তাঁর দলের কাছে টনিকের মতো কাজ করেছে। ‘‘লা লিগা জেতায় টিমের মধ্যে থেকে টেনশনটা কমে গিয়েছে। ছেলেরা এখন অনেক শান্ত মেজাজে। পর পর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমরা ইতিহাস তৈরি করতে চাই,’’ বলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

একটি টিভি চ্যানেল রোনাল্ডোকে ইতিমধ্যেই এই গ্রহের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসেবে বেছেছে। পাশাপাশি অবশ্য নতুন বিতর্ক দেখা দিয়েছে রোনাল্ডোর জীবনে। গুঞ্জন ছড়িয়েছে, তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ নাকি অন্তঃসত্ত্বা। রোনাল্ডোর মা দিন কয়েক আগে এই গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো এখন আর বাবা হবে না। কিন্তু মঙ্গলবার আবার স্প্যানিশ মিডিয়ায় খবর ছড়িয়েছে, জর্জিনা নাকি যমজ সন্তানের জন্ম দিতে পারেন। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মাঠ এবং মাঠের বাইরে এখন শিরোনামে রোনাল্ডোই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE