বিরাট কোহলী। ফাইল ছবি
গত কয়েক বছর ধরেই জোরে বোলিংয়ে গোটা বিশ্বের ত্রাস হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলীর নেতৃত্বে পেসাররা যেন আরও খোলা মনে বল করতে শুরু করেছেন। এই স্বাধীনতা এবং ধারাবাহিকতাই দলকে সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন বোলিং কোচ ভরত অরুণ।
বিশ্ব টেস্ট ফাইনালের আগে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মাদের এই ত্রয়ীই যে কোহলীর অস্ত্র হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। তার আগে সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে অরুণ বলেছেন, “নিউজিল্যান্ড দারুণ দল। গত কয়েক বছর ধরেই দারুণ খেলছে এবং ফাইনালে উঠেছে যোগ্য দাবিদার হয়েই। কিন্তু আমরাও আইসিসি-র একটা প্রতিযোগিতা জিততে মরিয়া।”
বিশ্ব টেস্ট ফাইনালের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। অনুশীলনে খামতি থাকবে, এটা মেনে নিয়েও তৈরি তিনি। বলেছেন, “ইংল্যান্ড বরাবরই কঠিন সফর। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ নিতে তৈরি। এখন আমরা টেস্টের এক নম্বর দল। এতেই বোঝা যায় আমরা কতটা ধারাবাহিক।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy