Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এই ছন্দটাই আমাদের ধরে রাখতে হবে, বলছেন রোহিত

সুরেশ রায়নার ৪৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পরেও দু’বল বাকি থাকতেই মুম্বইকে আট উইকেটে জিতিয়ে রোহিত বলে দেন, ‘‘এখনও আমরা প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে আছি।”

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ০৮:৫৮
Share: Save:

আইপিএলের প্লে-অফে যেতে হলে প্রায় সব ম্যাচই জিততে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই পরীক্ষায় শনিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কিছুটা স্বস্তি মুম্বই শিবিরে।

সুরেশ রায়নার ৪৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পরেও দু’বল বাকি থাকতেই মুম্বইকে আট উইকেটে জিতিয়ে রোহিত বলে দেন, ‘‘এখনও আমরা প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে আছি। এই ম্যাচটা আমাদের জিততেই হত। দলের ছেলেদের বলেছিলাম জেতার জন্য মরিয়া হতে গিয়ে তাড়াহুড়ো করে আমরা কোনও সিদ্ধান্ত নেব না। আমাদের শান্ত থাকতে হবে।’’

এর আগে যে ভাবে ভাল রান তুলেও হারতে হয়েছে সেই কথা তুলে রোহিত বলেন, ‘‘সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া আমাদের ব্যাটিং খারাপ হয়নি। অনেক ম্যাচেই আমরা ১৯০ রানের বেশি তুলেছি। এমনকী যখন রান তাড়া করতে নেমেছি তখনও। বোলাররাই প্রায় আমাদের জিতিয়ে দিয়েছিল। আশা করি এই ছন্দটা আমরা ধরে রাখতে পারব। জয়ের ধারাবাহিকতাটা হয়তো এই ম্যাচ থেকেই শুরু হবে আমাদের।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা দেখেছি এই টুর্নামেন্টে কী ভাবে দাপট দেখাচ্ছে ব্যাটিং বিভাগে শক্তিশালী দলগুলো। বোলিংয়ের দিক থেকে শক্তিশালী কয়েকটা দল, যেমন সানরাইজার্স প্রথমে ব্যাট করে কম রান তুলেও ম্যাচ জিতেছে। তবে অধিনায়ক হিসেবে আমাদের দলের শক্তি কোথায় সেটা আমায় বুঝতে হবে। ভারসাম্য রাখতে গিয়ে তাই কাউকে বসতে হলেও দলের ছেলেরা তাতে রাজি ছিল। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দারুণ।’’

ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেন, ‘‘কোথায় আমাদের ভুল হল, কেন আমরা হারলাম, সেটা দেখতে হবে। এই রকম হার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা হয়তো ১০-১৫ রান কম তুলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Rohit Sharma IPL 11 IPL 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE