এশিয়ান গেমসের ঠিক আগে বড় ধাক্কা খেল ভারত। পরের সপ্তাহেই ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাঙে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ১৮ অগস্ট শুরু হয়ে যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। পিঠের ব্যথার জন্য তাতে অংশ নিতে পারবেন না তারকা ওয়েটলিফটার মিরাবাই চানু।
আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশনকে চিঠি দিয়ে চানু বলেছেন এশিয়ান গেমসে তাঁর অংশ নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি বরং অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের জন্য নিজেকে তৈরি করতে চান। যা হবে চলতি বছরের শেষের দিকে। ১ নভেম্বর থেকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেটাই অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রথম ইভেন্ট। আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সেহদেভ যাদব এই প্রসঙ্গেই বলেছেন, “হ্যাঁ, এশিয়ান গেমসে চানু অংশ নিতে পারবে না। এই ব্যাপারে সরকারকে মঙ্গলবার দুপুরের মধ্যে ইমেল করে জানিয়ে দেব।”
২৩ বছর বয়সী মণিপুরের ওয়েটলিফটারের এশিয়ান গেমসে অংশ নিতে না পারা ভারতের কাছে বড় ধাক্কা। কারণ, তাঁর সোনা পাওয়ার সম্ভাবনা ছিল বলে ক্রীড়ামহল মনে করছিল। এই বছরেই এপ্রিলে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে চানু সোনা জিতেছিলেন। ৮০ কেজি, ৮৪ কেজি, ৮৬ কেজি পরপর তুলে রেকর্ডও গড়েছিলেন। এরপর ১০৩ কেজি, ১০৭ কেজি ও ১১০ কেজি তোলেন চানু। যা কমনওয়েলথ রেকর্ড হয়ে ওঠে।