Advertisement
E-Paper

বাংলার ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অনুদান রাজ্য সরকারের

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলাশ্রী’ সম্মান প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করে বললেন, ‘‘প্রাথমিক স্তর থেকে খেলোয়াড় তুলে আনার জন্যই কোচিং সেন্টারগুলিকে সাহায্য করা হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০২:৪৩
ট্রফি হাতে  বাংলার মহিলা ক্রিকেটারেরা। সোমবার। নিজস্ব চিত্র

ট্রফি হাতে বাংলার মহিলা ক্রিকেটারেরা। সোমবার। নিজস্ব চিত্র

বাংলায় ২২১টি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রকে এক লক্ষ টাকা করে অনুদান দিল রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলাশ্রী’ সম্মান প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করে বললেন, ‘‘প্রাথমিক স্তর থেকে খেলোয়াড় তুলে আনার জন্যই কোচিং সেন্টারগুলিকে সাহায্য করা হচ্ছে।’’

শুধু ক্রিকেট বা ফুটবল কোচিং সেন্টারকে নয়, সব রকমের খেলার প্রশিক্ষণ কেন্দ্রকেই এ বছর থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। খেলোয়াড়দের পেনশন ব্যবস্থাও চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খেলা ছাড়ার পরে জীবনের শেষ প্রান্তে এসে অনেক খেলোয়াড়ই অর্থাভাবে ভোগেন। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা চাই বাংলাকে যাঁরা নানা খেলায় সম্মান এনে দিয়েছেন, তাঁদের পেনশন দিতে। অনেক খেলোয়াড়ই রয়েছেন বেশি বয়সে গিয়ে যাঁরা আর্থিক সঙ্কটে পড়েন।’’

এ দিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন খেলার সফল প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের নানা সম্মান দেওয়া হয়। জীবনকৃতি সম্মান দেওয়া হল প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি ও প্রাক্তন টেনিস তারকা জয়দীপ মুখোপাধ্যায়কে। দু’জনেই আপ্লুত। সুকুমার বলেন, ‘‘সারা জীবন ফুটবল নিয়েই পড়ে থেকেছি। আজ সে কাজটার জন্য এত বড় সম্মান পেয়ে আমি মুগ্ধ।’’ আর জয়দীপ বললেন, ‘‘আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকেও জীবনকৃতি সম্মান পেয়েছি। কিন্তু এই সম্মানের অন্য জায়গা আমার কাছে। আমি গর্বিত।’’ বাংলার গৌরব পুরস্কার পান প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য, রণদেব বসু, ফুটবলার তুষার রক্ষিত-রা। স্মারক তুলে দেওয়া হল বাংলার মহিলা ক্রিকেট দলের হাতেও। এ বারই জাতীয় ওয়ান ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নেহা মাজিরা। অনুষ্ঠানে কিংবদন্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যাম থাপাও। ছিলেন মনোজ তিওয়ারি, দোলা বন্দ্যোপাধ্যায়, গুরবক্স সিংহ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ঈশান পোড়েল, মেহুলি ঘোষের পাশাপাশি বিশেষ ক্রীড়া ব্যক্তিত্বেরা। আসতে পারেননি এশিয়াডের হেপ্টাথলনে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ।

দিব্যেন্দুর অ্যাকাডেমি: চালু হচ্ছে দিব্যেন্দু বড়ুয়ার দাবা প্রশিক্ষণ কেন্দ্র। সোমবার ‘খেলাশ্রী’ সম্মান প্রদান অনুষ্ঠানেই সূচনা হল দিব্যেন্দু বড়ুয়ার এই দাবা অ্যাকাডেমির।

Sports West Bengal Government Money Bengal Sports Training Center
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy