Advertisement
E-Paper

ফলো অনের পর লজ্জার হারের সামনে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে নয় উইকেটে ৬৪৯ রানে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৮১ রানে। দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ধুঁকছে ক্যারিবিয়ানরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ১১:১৮
উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা। রাজকোটে, শনিবার। ছবি: এএফপি।

উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা। রাজকোটে, শনিবার। ছবি: এএফপি।

দুশোও হল না। শনিবার রাজকোটে ১৮১ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। প্রথম টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে কুড়ি ওভারের মধ্যেই শেষ চার উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে মারাত্মক চাপে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে নয় উইকেটে ৬৪৯ রানে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ধুঁকতে ধুঁকতে ছয় উইকেটে ৯৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাকি চার উইকেট গেল ৮৭ রানের মধ্যে।

ক্যারিবিয়ান ইনিংসে ত্রাস হয়ে উঠলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সকালে তিনিই নিলেন তিন উইকেট। তাঁর ক্যারম বলে এল দুই উইকেট। ইংল্যান্ডে তেমন সাফল্য পাননি। শেষ টেস্টের দলে ছিলেনও না। ঘরের মাঠে বল হাতে ফের বিপজ্জনক দেখাল তাঁকে।

আরও পড়ুন: প্রয়াত মাকে প্রথম সেঞ্চুরি উৎসর্গ রবীন্দ্র জাডেজার​

আরও পড়ুন: ‘শামি ক’টা উইকেট পেল আমার দরকার নেই, মেয়ের স্কুলের টাকাটি দিক’​

সকালের অন্য উইকেটটি উমেশ যাদবের। রোস্টন চেস ও কিমো পল সপ্তম উইকেটে ৭৩ রান যোগ করে পালটা লড়াই জারি রেখেছিলেন। কিন্তু, উমেশের বাউন্সারে কিমো পল (৪৭) ফিরতেই ভাঙন শুরু। আর কোনও জুটি হয়নি। কয়েক ওভার পরে অশ্বিন বোল্ড করলেন রোস্টন চেসকে (৫৩)। তারপর শরমন লুইস (০) বোল্ড হলেন। আর শ্যানন গ্র্যাব্রিয়েল (১) হলেন স্টাম্পড।

৪৬৮ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করাল বিরাট কোহালির ভারত। যা পরিস্থিতি, তাতে রবিবার পর্যন্ত ম্যাচ গড়াবে কিনা সংশয়ে ক্রিকেটমহল।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

CRICKET Cricketer India Cricket West Indies Cricket Ravichandran Ashwin Follow on
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy