Advertisement
০২ মে ২০২৪

বিস্ময় পিচ, কোহালির ডিআরএস, রাহানের রোগ

বেঙ্গালুরুতে প্রথম দিনের খেলার শেষে এক দিকে অস্ট্রেলীয় স্পিনার নাথন লায়ন শিরোনামে। অন্য দিকে প্রবল চর্চা চলছে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের এমন হাল কেন তা নিয়ে।

হতাশ: বেঙ্গালুরুতে আউট হয়ে ফিরছেন কোহালি। ছবি: পিটিআই।

হতাশ: বেঙ্গালুরুতে আউট হয়ে ফিরছেন কোহালি। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০৩:৪৮
Share: Save:

বেঙ্গালুরুতে প্রথম দিনের খেলার শেষে এক দিকে অস্ট্রেলীয় স্পিনার নাথন লায়ন শিরোনামে। অন্য দিকে প্রবল চর্চা চলছে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের এমন হাল কেন তা নিয়ে। বেঙ্গালুরুতে প্রথম দিনের শেষে যা নিয়ে চলল আলোচনা:

পিচের প্যাঁচ: চিন্নাস্বামীতে সবুজের আভা ছিল। টসে জিতে ব্যাটিং করলেন বিরাট কোহালি। কিন্তু রাজ করল সেই স্পিনারই। নাথন লায়ন ৮ উইকেট পেলেন অব্যর্থ লাইন-লেংথে বল করে। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, পিচের একটি বিশেষ জায়গায় পড়ে বল বেশি ঘুরছে, লাফাচ্ছে। অবশ্যই সেটাই এখন অশ্বিনদেরও কাঙ্খিত স্পট। বিশেষজ্ঞরা বলছেন, রবিবার অশ্বিন-জাডেজা যদি এই বিশেষ স্পটের ফায়দা তুলতে পারেন লায়নের মতো, তা হলে কাজ সহজ হবে না অস্ট্রেলিয়ার পক্ষেও।

কোহালি জাজমেন্ট: পুণেতে শট না খেলে বোল্ড হয়েছিলেন। বেঙ্গালুরুতে জাজমেন্ট দিয়ে এলবিডব্লিউ হলেন। বিরাট কোহালির আউট হওয়ার মধ্যে কি একটা বিশেষ ধরন ধরা পড়ছে? বিশ্ব জুড়ে প্রতিপক্ষরা নিশ্চয়ই খেয়াল রাখছে। তবে এ দিন কোহালি আউট হওয়ার আগের বলটাই একই জায়গা থেকে লাফিয়েছিল। কোহালির ব্যাটে লেগে ক্লোজ-ইনে প্রায় ক্যাচ হয়ে যাচ্ছিল। সম্ভবত সেটা দেখেই তিনি ঠিক করেন, ওই জায়গায় পড়লে ব্যাট সরিয়ে নেবেন। তাতেই বিপত্তি হল। আলোচনা চলল তাঁর ডিআরএস নেওয়া নিয়েও। পার্টনার কে এল রাহুলের সঙ্গে আলোচনা করে রিভিউ চাইলেন। কিন্তু সোজা উইকেটেই যাচ্ছিল বল। ডিআরএস নিয়ে ভারতের আর একটা খারাপ দিন।

রাহানের কী হল: স্পিনের বিরুদ্ধে পুরোপুরি অন্ধকারে মনে হচ্ছে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে। এ দিন স্টেপ আউট করতে গিয়ে অত্যন্ত কুৎসিত ভাবে আছাড় খেয়ে স্টাম্পড হলেন। কারও কারও মনে হচ্ছে, স্পিনের বিরুদ্ধে লেংথ বিচারে ভুল হচ্ছে রাহানের। মানসিক দিকটাও উপেক্ষা করা যাবে না। রানের মধ্যে না থাকায় মানসিক ভাবে চাপে পড়ে যাচ্ছেন তিনি।

লায়ন কেন ভয়ঙ্কর: অস্ট্রেলীয় স্পিনারের সবচেয়ে বড় অস্ত্র বাউন্স। অ্যাকশনটাই এত জোরাল যে, পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন তিনি। বেঙ্গালুরুর পিচে প্রথম দিনেই যথেষ্ট সাহায্য ছিল স্পিনারদের জন্য। বিষাক্ত সাপের মতোই ছোবল মারলেন লায়ন। দুর্দান্ত লাইন-লেংথেও বল করেছেন।

টেস্টের পরিণতি: অস্ট্রেলিয়া দিনের শেষে বিনা উইকেটে ৪০। দ্বিতীয় দিন অশ্বিন-জাডেজার হাত ধরে দ্রুত ম্যাচে ফিরতে না পারলে কিন্তু উদ্বেগ থাকছে ভারতের। ওয়ার্নার, স্মিথ-রা প্রথম ইনিংসে বড় রান তুলে ফেললে চাপ বেড়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Cricket India-Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE