চলতি অ্যাশেজে থামানো যাচ্ছে না স্টিভ স্মিথকে। মাত্র চারটি ইনিংসে ৫৮৯ রান করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পরে ইংল্যান্ড বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন স্মিথ। দ্বিতীয় টেস্ট ম্যাচে জোফ্রা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তৃতীয় টেস্ট খেলতে পারেননি। ফিরে এসে স্মিথের ব্যাট কথা বলছে। তাঁর ফর্ম দেখে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, স্মিথকে কী ভাবে থামানো সম্ভব?
আরও পড়ুন: দীনেশ কার্তিককে শো কজ করল বিসিসিআই
আরও পড়ুন: ‘সব পাক পেসার বল বিকৃত করে’ বলায় চাকরি গিয়েছিল কাদিরের
অজি তারকা যে ফর্মে ব্যাট করে চলেছেন, তাতে কি কারও পক্ষে আউট করা সম্ভব? ইএসপিএন ক্রিকইনফো বিশ্বের আট বোলারের ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছে, স্মিথকে থামাতে হলে কোন বোলারকে ব্যবহার করা হবে? সেই প্রশ্নের উত্তরে ইংল্যান্ডের প্রাক্তন বোলার ড্যারেন গফ জানান, একমাত্র বুমরাই পারেন স্মিথকে ফেরাতে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বুমরা বিপ্লব ঘটিয়েছেন। মাত্র ১২টি টেস্টে বুমরা ৬২টি উইকেট তুলে নিয়েছেন। বিরাট কোহালি ভারতের পেসারকে সবচেয়ে পরিপূর্ণ এক জন বোলার হিসেবে বর্ণনা করেছেন। কোহালি বলেছেন, ‘‘স্লিপে দাঁড়িয়ে যখন দেখি বুমরাকে খেলছে কোনও ব্যাটসম্যান, তখন সেই ব্যাটসম্যানের অবস্থাটা বুঝতে পারি। অ্যাঙ্গেল, সুইং দিয়ে বুমরা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে।’’ বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের ধারণা, দারুণ ফর্মে ছোটা স্মিথকে আউট করতে পারবেন একমাত্র বুমরাই।