আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রথম টেস্টের পর বাকি তিন টেস্টে থাকছেন না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ী ভারত অধিনায়কের না থাকাটা বড় তফাৎ গড়ে দেবে না বলেই মনে করছেন টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার প্যাট কামিন্স!
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে প্রথম ম্যাচের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন বিরাট। পিঙ্ক বল টেস্টে তাঁকে পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ সিরিজের শেষ ৩ ম্যাচে তাঁকে পাবে না ভারত। গত অস্ট্রেলিয়া সফরে প্রথম বার টেস্ট সিরিজ জিতেছিল কোহালির টিম ইন্ডিয়া। সেই জয়কে প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গেও তুলনা করেন কোচ রবি শাস্ত্রী। সেই সিরিজে শুধুই অধিনায়ক বিরাট নন, ব্যাটসম্যান বিরাটও ছাপ ফেলেছিলেন। ৪ ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ২৮২ রান। সেই বিরাটই থাকবেন না এ বার।
যদিও বিরাটের এই না থাকাকে খুব বড় ব্যাপার বলে মনে করছেন না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে বিরাটের না থাকা প্রভাব ফেললেও, ভারতীয় দলে এত ভাল ভাল ব্যাটসম্যান যে কেউ না কেউ জায়গা নিয়ে নেবে। সামান্য প্রভাব ফেললেও বিরাট না থাকা নির্ণায়ক হয়ে উঠবে না বলেই মনে হয়।” স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে গত বার ২-১ ব্যবধানে তাদের মাঠে হারায় ভারত। সেই সিরিজের বদলা নেওয়াও লক্ষ থাকবে অস্ট্রেলিয়ার। বিরাটহীন ভারত তফাৎ হবে না বললেও, কামিন্স নিশ্চয়ই খুশি হবেন শেষ ৩ টেস্টে বিরাটকে বল না করতে হওয়ায়।